Dreams Interpretation: স্বপ্নে বার বার দেখছেন আপনি উঁচু থেকে লাফ দিচ্ছেন, এমন স্বপ্ন দেখলে সতর্ক হন

Published : Nov 18, 2021, 01:09 PM ISTUpdated : Nov 18, 2021, 01:11 PM IST
Dreams Interpretation: স্বপ্নে বার বার দেখছেন আপনি উঁচু থেকে লাফ দিচ্ছেন, এমন স্বপ্ন দেখলে সতর্ক হন

সংক্ষিপ্ত

অধিকাংশ মানুষই ঘুম থেকে উঠে স্বপ্ন ভুলে যায়। কিন্তু, কিছু কিছু স্বপ্ন মানুষের মনে থাকে। ভয়ের স্বপ্নই মানুষের মনে বেশি থাকে। জ্যোতিষ (Astrology) মতে, স্বপ্নের ব্যাখ্যা রয়েছে অনেকে। কিছু স্বপ্ন মানুষের পরিস্থিতি ব্যাখ্যা করে, কিছু স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত দেয়।

চোখ বন্ধ করলে একের পর এক স্বপ্ন (Dreams) ভেসে আসে। কখনও তা মনে থাকে, কখনও মনে থাকে না। অধিকাংশ স্বপ্নই মানুষ ভুলে যায়, কিছু কিছু মনে থাকে। গবেষণায় দেখা গিয়েছে, অধিকাংশ মানুষই ঘুম থেকে উঠে স্বপ্ন ভুলে যায়। কিন্তু, কিছু কিছু স্বপ্ন মানুষের মনে থাকে। ভয়ের স্বপ্নই মানুষের মনে বেশি থাকে। জ্যোতিষ (Astrology) মতে, স্বপ্নের ব্যাখ্যা রয়েছে অনেকে। কিছু স্বপ্ন মানুষের পরিস্থিতি ব্যাখ্যা করে, কিছু স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত দেয়। 


উঁচু বাড়ির ছাদ। সেখানে আপনি একা দাঁড়িয়ে। মাথার ওপর নীল আকাশ, হাওয়ার শোঁ শোঁ শব্দ। হঠাৎ আপনি লাফ (Jumping) দিলেন ছাদ থেকে। ভয়ে ঘুম ভেঙে গেল। শুধু উঁচু বাড়ি নয়, মাঝে মধ্যেই উঁচু থেকে লাফ দেওয়ার স্বপ্ন দেখেন। প্রতিদিনই ভয় আপনার ঘুম ভেঙে যায়। বুঝতেই পারেন না কেন এমন স্বপ্ন দেখছেন। জ্যোতিষ শাস্ত্রে (Astrology) ব্যাখ্যা রেয়েছে বিস্তর। জ্যোতিষ শাস্ত্রে ব্যাখ্যা মিলেছে এই স্বপ্নের (Dreams)। জানা গিয়েছে,  এই স্বপ্ন আপনার পরিস্থিতির ব্যাখ্যা করে। আপনার মনের মধ্যে চলা কোনও ভাবনার বহিঃপ্রকাশ।  

 আরও পড়ুন: Dreams- স্বপ্ন তো দেখেন, স্বপ্নের এই সাধারণ তথ্যগুলো আদৌ জানতেন কি

চাকরি ক্ষেত্রে (Job) হোক কিংবা ব্যক্তি জীবনে কোনও না কোনও ঘটনা নিয়ে আপনি চিন্তিত। হয়তো কোনও খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি বুঝতে পারছেন না আপনার কী করা উচিত। পরিস্থিতি ঠিক করার জন্য সব রকম প্রচেষ্টা করে ফেলেছেন। কিছুতেই কোনও সুরাহা (Conclusion) হয়নি। আপনি মনে মনে বুঝতে পারছেন পরিস্থিতি আপনার হাতের বাইরে। কিন্তু, তাও একটা আশা (Expectation) রয়ে গিয়েছে মনে মনে। এমন পরিস্থিতিতে আপনি এই স্বপ্ন দেখতে পারেন। উঁচু থেকে লাভ দেওয়ার অর্থ আপনি ইতিমধ্যে কোনও ঝুঁকি নিয়ে ফেলেছেন। আর আপনি জানেন না এর ভবিষ্যত কী হতে পারে। 

আরও পড়ুন: Dream Interpretation: হঠাৎ করে স্বপ্নে দেখা দিল প্রাক্তন প্রেমিক, জেনে নিন কেন এমন হয়

স্বপ্নের নানা রকম ব্যাখ্যা মেলে। জ্যোতিষ (Astrology), বিজ্ঞান (Science) এবং দর্শন (Philosophy) এই তিন ক্ষেত্রেই ব্যাখ্যা রয়েছে স্বপ্নের। এনেকের মনে স্বপ্ন আপনার মনের ভাবনার প্রতিচ্ছবি, অনেকের মতে তা কোনও মিল নেই বাস্তবের সঙ্গে। অনেকে আপনার স্বপ্নকে ভবিষ্যতের ইঙ্গিতও মনে করে। তাই কিছু স্বপ্নকে যেমন শুভ মনে করা হয়, কিছু তেমন ভয়ঙ্কর। সে যাই হোক, স্বপ্নে ভালো কিংবা খারাপ যাই দেখেন তা নিয়ে বেশি ভাবা অনুচিত। এতে মানসিক চাপ (Mental Stress) বৃদ্ধি হতে পারে। 
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: আজ সঙ্গীর থেকে কিছুই লুকোবেন না! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল