তিথি অনুসারে, এবছর ৩০ মে পালিত হবে শনি জয়ন্তী। অমাবস্যা পড়ছে ২৯ মে রবিবার বেলা ২.৫৪ মিনিটে। ২০ মে সোমবার ৪.৫৯ মিনিট পর্যন্ত থাকবে যোগ। এই দিন রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। গঠিত হবে অভিজিৎ মুহূর্ত। অর্থাৎ এবছর শনি জয়ন্তীতে রয়েছে বিশেষ যোগ।
প্রতি বছর জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় পালিত হয় শনি জয়ন্তী। খারাপ সময় কাটাতে সকলেই পুজো করেন শনি দেবতার। নিয়ম নিষ্ঠার সঙ্গে শনি দেবতার পুজো করলে মুক্তি পাওয়া সম্ভব সকল জটিলতা থেকে। তিথি অনুসারে, এবছর ৩০ মে পালিত হবে শনি জয়ন্তী। অমাবস্যা পড়ছে ২৯ মে রবিবার বেলা ২.৫৪ মিনিটে। ২০ মে সোমবার ৪.৫৯ মিনিট পর্যন্ত থাকবে যোগ। এই দিন রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। গঠিত হবে অভিজিৎ মুহূর্ত। অর্থাৎ এবছর শনি জয়ন্তীতে রয়েছে বিশেষ যোগ।
এদিন শনি দেবতার দৃষ্টি থেকে বাঁচতে পালন করুন বিশেষ টোটকা। এদিন স্নান সেরে অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন। তারপর সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ জ্বালান। এই দিন পাঠ করুন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। এতে এদিন শনি দেবতার দৃষ্টি থেকে রক্ষা পাবেন। এই দিন নিয়ম নিষ্ঠার সঙ্গে শনি দেবতার পুজো করতে পারেন। তবে, পুজো করা আগে সমস্ত নিয়ম সম্পর্কে জেনে নেবেন। কারণ শনি দেবতা রুষ্ট্র হলে সমস্ত সংসার ধ্বংস হয়ে যায়। এদিন সকালে স্নান সেরে নির্দিষ্ট তিথিতে সব নিয়ম মেনে পুজো করুন শনি দেবতার। শনি জয়ন্তী দিন শনি চালিসা পাঠ করবেন। সরষের তেলের দিয়ে প্রদীপ বানিয়ে দেবতার সামনে রাখুন। এতে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে। উপবাস করে শনি দেবতার পুজো করার নির্দেশ আছে শাস্ত্রে। তার পর শনি জয়ন্তীতে অবশ্যই অশ্বত্থ গাছের টোটকা পালন করবেন। তাহলে শনি দেবতার দৃষ্টি থেকে মুক্তি পাবেন।
হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে তেত্রিশ কোটি দেব দেবীর। আর সকল দেব দেবীর পুজোর জন্য আলাদা আলাদা তিথির কথা বলা হয়েছে। সেই সকল বিশেষ তিথিতে পুজিত হন তারা। পূর্ণিমা ও অমাবস্যার সময় নির্নয় করে পুজোর সময় স্থির করা হয়। সেই অনুসারে নির্দিষ্ট তিথিতে পুজিত হন দেবতারা। শাস্ত্রে যেমন পুজোর তিথির উল্লেখ আছে, তেমন উল্লেখ আছে পুজোর রীতির। এর সঙ্গে একাধিক টোটকা হদিশ রয়েছে। সেই সকল টোটকা পালনে জীবনের সকল জটিলতা থেকে মুক্তি মেলে। এবার থেকে মেনে চলুন এই সকল টোটকা। সমস্যা অনুসারে আলাদা আলাদা টোটকা কথা উল্লেখ আছে। সেই অনুসারে শনি জয়ন্তীতে অবশ্যই অশ্বত্থ গাছের টোটকা পালন করবেন। তাহলে শনি দেবতার দৃষ্টি থেকে মুক্তি পাবেন।
আরও পড়ুন- এই কয়টি খাবার ফুরিয়ে যাওয়ার আগেই এনে ফেলুন, না হলে হতে পারে অমঙ্গল
আরও পড়ুন- মেষ রাশিতে চন্দ্রের গোচর, টাকার বন্যা বইবে এই রাশিদের জীবনে
আরও পড়ুন- মেষ থেকে মীন ২৬ মে বৃহস্পতিবারে কেমন থাকবে ১২ রাশির প্রেম জীবন