শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।
সারা সপ্তাহ এই রবিবার দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সকলে। সারা সপ্তাহের পরিশ্রম শেষ এই একটি দিন। সারা সপ্তাহ যতই কাজ থাকুক না কেন রবিরার সকলে নিজের মতো করে কাটাতে চান। আনন্দে দিন কাটুক তা সকলেরই কাম্য। কিন্তু, সব সময় যে আপনার পরিকল্পনা মতো দিন কাটবে তা নয়। এমনই ব্যাখ্যা হয়েছে শাস্ত্রে। শাস্ত্র মতে, আপনার রাশির ওপর গ্রহের প্রভাব কেমন আছে তার ওপর নির্ভর করে আপনার দিন কেমন কাটবে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল পরিকল্পনাতে। তেমনই আপনার আচরণে দুঃখ পেতে পারেন কেউ। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। দেখে নিন কার সময় হতে চলেছে কঠিন। দেখে নিন কার জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন। দেখে নিন তালিকায় কে কে আছেন। আজ রইল শাস্ত্র মত। শাস্ত্র মত মেনে চললে কঠিন বিপদ থেকে মুক্তি পেতে পারেন।
বৃষ রাশি
২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃষ। আজ গ্রহের অবস্থানের কারণে দিনটি হতে চলেছে কঠিন। আজ হতাশা জনক কোনও ঘটনা ঘটতে পারে। আজ নিজের আবেগ রাখুন নিয়ন্ত্রণে। আজ কারও প্রতি সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আজ কোনও কিছু নিয়ে অহংকার করবেন না। হতে পারে বিপদ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল বৃশ্চিক। আজকের দিনটি হতে চলেছে কঠিন। আজ কোনও বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আজ দুর্ভাগ্যবসত কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ গ্রহের অবস্থানের কারণে দিনটি হতে চলেছে কঠিন। আজ সতর্ক ভাবে যে কোনও পদক্ষেপ নিন। তা না হলে পড়তে পারেন বিপদে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি কুম্ভ রাশি। আজ হতাশা জনক কোনও পরস্থিতির সম্মুখীন হতে পারেন। দিনটি হতে চলেছে কঠিন। আজ নানা কাজে আসবে বাধা। আজ কারও আচরণে হতাশ হতে পারেন। কোনও পরিকল্পনা সফল নাও হতে পারে। আজ নানা কাজে মিলবে বাধা। তাই থাকুন সতর্ক। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। হতাশার কারণে মন ভারাক্রান্ত হতে পারে।
আরও পড়ুন
দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে রবিবার দিনটি কেমন কাটবে, জেনে নিন কার জন্য দিনটি শুভ, কার নয়
রুটি বেলন-চাকি সংক্রান্ত এই ভুলগুলো আপনাকে দুঃস্থ করে দিতে পারে, সময় মতো সাবধান হন