সংক্ষিপ্ত
শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।
সারা সপ্তাহে কাজের পর দুটো ছুটির দিন। শনি ও রবি সকলের নানান পরিকল্পনা থাকে। একদিকে যেমন অনেকের গুরুত্ব কাজের পরিকল্পনা থাকে তেমনই অনেকের বিনোদনমূলক কোনও কাজের পরিকল্পনা থাকে। তবে, দিন ঠিক না কাটলে সমস্ত পরিকল্পনা জমে যায়। শাস্ত্র মতে, আপনার রাশির ওপর গ্রহের প্রভাব কেমন আছে তার ওপর নির্ভর করে আপনার দিন কেমন কাটবে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল পরিকল্পনাতে। তেমনই আপনার আচরণে দুঃখ পেতে পারেন কেউ। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। দেখে নিন কার সময় হতে চলেছে কঠিন। দেখে নিন কার জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন। দেখে নিন তালিকায় কে কে আছেন। আজ রইল শাস্ত্র মত। শাস্ত্র মত মেনে চললে কঠিন বিপদ থেকে মুক্তি পেতে পারেন।
মিথুন রাশি- ২১ মে থেকে ২০ জুনের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মিথুন। আজকের দিনটি কঠিন হতে চলেছে মিথুন রাশির জন্য। আজ কোনও পরিস্থিতিতে হতাশ হতে পারেন। কোনও বন্ধু আপনার বিশ্বাস ভাঙতে পারে। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি তুলা রাশি। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ নানা কাজে আসতে পারে বাধা। গোটা দিন সতর্ক থাকুন। আজ নতুন কোনও পদক্ষেপ না নেওয়াই ভালো। আজ আপনার আচরণে কেউ হতাশ হতে পারে। নিজের রাগ ও আবেগ রাখুন নিয়ন্ত্রণে। তা না হলে পড়তে পারেন বিপদে। মেনে চলুন শাস্ত্র মত।
মকর রাশি
২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি মকর। আজ মকর রাশির জন্য দিনটি কঠিন। আজ নানা কাজে আসবে বাধা। গোটা দিন থাকুন সতর্ক। আজ গ্রহের পরিবর্তনের কারণে মকর রাশির দিনটি কঠিন হতে পারে। হতাশা জনক কোনও ঘটনা ঘটতে পারে। তাই কঠিন থাকুন। মনে কোনও আঘাত পেতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত।
আজকের দিনটি কঠিন হতে পারে। নানা কাজে আসবে বাধা। গোটা দিন সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা। তা না হলে পড়তে পারে বিপদে।
আরও পড়ুন
শনিদেবতাকে তুষ্ট করতে বিশেষ উপায় হনুমানজির পুজো করুন, দ্রুত মিলবে উপকার
দেখে নিন শনিবার দিনটি কোন তারিখের জাতক জাতিকার জন্য শুভ, রইল সংখ্যাতত্ত্বের গণনা
১১ মার্চ শনিবার ফাটকা আয়ের যোগ রয়েছে এই ৭ রাশির, দেখে নিন আজকের রাশিফল