জীবনে ঘটতে পারে পরিবর্তন, তৈরি হতে পারে জটিল পরিস্থিতি, আজ সতর্ক থাকুন তিন রাশির ছেলে মেয়েরা

Published : Jun 28, 2023, 10:38 AM IST
stress

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

চারিদিকে আজ উৎসবের মেজাজ। পালিত হচ্ছে উল্টো রথ। মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের আজ ফেরার পালা। এই দিন কারও কাছে ছুটির দিন। তো কারও কাছে আজ রোজের মতো কাজের দিন। গোটা দিন জুড়ে সকলের নানান পরিকল্পনা থাকে। সেই মতো কাজ করতে কাটাতে চান সকলে। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান ঠিক থাকলে গোটা দিন কাটবে ভালো ভাবে। তেমনই গ্রহের অবস্থান ঠিক না থাকলে দেখা দিতে পারে নানান জটিলতা। শাস্ত্র মতে, বৃহস্পতিবার দিন তিন রাশির জন্য কঠিন দিন। আজ নানান কাজে আসবে বাধা। তেমনই গোটা দিন কোনও কাজই পরিকল্পনা মতো সফল নাও হতে পারে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। দেখে নিন আজ কাদের সতর্ক থাকার পালা। সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি। দেখে নিন কার কার আজ কোন কোন সমস্যা হতে পারে। আজ কারা সম্মুখীন হতে পারেন কঠিন বিপদের। রইল বিশেষ তালিকা।

বৃষ রাশি

২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃষ। আজ বৃষ রাশির জন্য কঠিন দিন। আজ দাম্পত্য ও পেশাগত জীবন- উভয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। আজ কাউকে নিজের মনের কথা জানাবেন না। আজ বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। আজ গোটা দিন থাকুন সতর্ক। আজ বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই বুদ্ধি দিয়ে বিচার করলে সমস্যা থেকে মিলবে মুক্তি।

সিংহ রাশি

২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি সিংহ। আজ সিংহ রাশির জন্য কঠিন দিন। আজ আপনার সামান্য ভূলের কারণে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। আজ আপনার আচরণে নমনীয়তা রাখুন। আজ নানান কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তাই বুদ্ধি দিয়ে বিচার করলে সব সমস্যা থেকে মিলবে মুক্তি। তা না হলে যে কোনও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে।

মকর রাশি

২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি মকর। আজ মকর রাশির জন্য কঠিন দিন। আজ গোটা দিন থাকুন সতর্ক। আজ আপনার সামান্য নির্বুদ্ধিতা বিপদের কারণ হতে পারে। আপনার জীবনে ঘটতে পারে পরিবর্তন, তৈরি হতে পারে জটিল পরিস্থিতি।

 

আরও পড়ুন

বুধবার এই রাশিগুলির আর্থিক দিকে দুর্দান্ত লাভবান হবে, জেনে নিন ২৮ জুন-আপনার আর্থিক অবস্থা

পালিত হচ্ছে পবিত্র উল্টোরথ যাত্রা, মাসির বাড়িতে মণ্ডা খেয়ে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন জগন্নাথদেব

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে উল্টো রথের দিনটি, রইল জ্যোতিষ গণনা

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: বাড়িতে বিয়ের কথা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Daily Horoscope: কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল