Kuber Mantra: সম্পদের দেবতা কুবের-কে তুষ্ট করতে প্রত্যেকদিন জপ করুন এই ১০৮টি মন্ত্র

Published : Jul 22, 2023, 04:45 PM IST
Kuber

সংক্ষিপ্ত

যেকোনও প্রকারের অভাব বা দারিদ্র্যতা থেকে মুক্ত হওয়ার জন্য জ্যোতিষীরা কুবের দেবতার পুজো করার পরামর্শ দিয়ে থাকেন। ধনদেবতার পুজো করলে ঘরে সুখ-শান্তি ফেরে, যেকোনও আর্থিক সমস্যা বা অনটন থেকে মুক্তি লাভ করা যায়।

সম্পদের অধিপতি দেবতা হলেন কুবের। নিয়ম-কানুন মেনে তাঁর পুজো করলেই অঢেল ধনসম্পদের অধিপতি হওয়া যায়। জীবনে সমৃদ্ধি লাভ করার জন্য ধনলক্ষ্মীর সঙ্গে কুবেরের পুজো করলে সুফল পাওয়া যায়। লক্ষ্মী দেবীর সঙ্গে ধনদেবতার পুজো করলে সেই আশীর্বাদে সুখ-শান্তি ফেরে, যেকোনও আর্থিক সমস্যা বা অনটন থেকে মুক্তি লাভ করা যায়, এছাড়াও পরিবারের সদস্যদের সৌভাগ্য আসে।

যেকোনও প্রকারের অভাব বা দারিদ্র্যতা থেকে মুক্ত হওয়ার জন্য জ্যোতিষীরা কুবের দেবতার পুজো করার পরামর্শ দিয়ে থাকেন। এই পুজোর সুফল দ্বারা দীর্ঘ দিনের পাওনা টাকা ফেরত আসে। সম্পদের দেবতা কুবের দেবকে তুষ্ট করার জন্য প্রত্যেক দিন জপ করুন তাঁর ১০৮টি নাম। সেই ১০৮টি মন্ত্র হল:

১) ওম কুবেরায় নমঃ

২) ওম ধনদায় নমঃ

৩) ওম শ্রীমতে নমঃ

৪) ওম যক্ষেশে নমঃ

৫) ওম গুহ্য কেশ্বরায় নমঃ

৬) ওম নিধিশায়ে নমঃ

৭) ওম শঙ্করশাখায় নমঃ

৮) ওম মহালক্ষ্মী নিবাস ভুবায়ে নমঃ

৯) ওম মহাপদ্মনিধিশায়ে নমঃ

১০) ওম পূর্ণায় নমঃ

১১) ওম পদ্মনিধীশ্বরায় নমঃ

১২) ওম শঙ্খ্যনিধিনাথায় নমঃ

১৩) ওম মকরখ্যানিধিপ্রিয়া নমঃ

১৪) ওম সুখসম্পতিনিধিশায়ে নমঃ

১৫) ওম মুকুন্দনিধিনায়কায় নমঃ

১৬) ওম কুন্দক্যনিধিনাথায় নমঃ

১৭) ওম নীলনিত্যধিপায়ে নমঃ

১৮) ওম মহতে নমঃ

১৯) ওম বর্ণিত্যাধিপায় নমঃ
২০) ওম পূজ্যে নমঃ
২১) ওম লক্ষ্মীসাম্রাজ্যদায়কায় নমঃ
২২) ওম ইলপিলাপাতায়ে নমঃ
২৩) ওম কোশাধিশায়ে নমঃ
২৪) ওম কুলোচিতায় নমঃ
২৫) ওম অশ্বরুধায় নমঃ
২৬) ওম বিশ্ববন্দ্যে নমঃ
২৭) ওম বিশিষ্করণায় নমঃ
২৮) ওম বিষরাদায় নমঃ
২৯) ওম নলকুবরনাথায় নমঃ
৩০) ওম মণিগ্রীবপিত্রে নমঃ
৩১) ওম গুধমন্ত্রায় নমঃ
৩২) ওম বৈশ্রাবনায় নমঃ
৩৩) ওম চিত্রলেখামনঃ প্রিয়ায় নমঃ
৩৪) ওম একপিনাকায় নমঃ
৩৫) ওম অলকাধিশায়ে নমঃ
৩৬) ওম পৈলাস্ত্যে নমঃ
৩৭) ওম নরবাহনায় নমঃ
৩৮) ওম কৈলাশশীলনীলয় নমঃ
৩৯) ওম রাজ্যদায় নমঃ
৪০) ওম রাবণগ্রাজয় নমঃ
৪১) ওম চিত্রচৈত্ররথায় নমঃ
৪২) ওম উদ্যানবিহারায় নমঃ
৪৩) ওম বিহারসুকুতুহলায় নমঃ
৪৪) ওম মহোৎসে নমঃ
৪৫) ওম মহাপ্রাগ্যা নমঃ
৪৬) ​​ওম সদাপুষ্পক বাহনয় নমঃ
৪৭) ওম সর্বভৌমায় নমঃ
৪৮) ওম অঙ্গনাথায় নমঃ
৪৯) ওম সোমায়া নমঃ
৫০) ওম সৌম্যদিকেশ্বরায় নমঃ
৫১) ওম পুণ্যাত্মনে নমঃ
৫২) ওম পুরুষহুতশ্রিয়ায় নমঃ
৫৩) ওম সর্বপুণ্যজনেশ্বরায় নমঃ
৫৪) ওম নিত্যকীর্তয়ে নমঃ
৫৫) ওম নিধিভেত্রে নমঃ
৫৬) ওম লঙ্কাপ্রক্তন নায়কায় নমঃ
৫৭) ওম যক্ষিণীবৃত্তিয় নমঃ
৫৮) ওম যক্ষে নমঃ
৫৯) ওম পরমশান্তমনে নমঃ
৬০) ওম যক্ষরাজে নমঃ
৬১) ওম যক্ষিণী হৃদয়ায় নমঃ
৬২) ওম কিন্নরেশ্বরায় নমঃ
৬৩) ওম কিমপুরুষনাথায় নমঃ
৬৪) ওম নাথায় নমঃ
৬৫) ওম খটকাযুধায় নমঃ
৬৬) ওম বশিনে নমঃ
৬৭) ওম ঈশানদক্ষ পার্শ্বস্থায় নমঃ
৬৮) ওম বায়ুয় সমাশ্রায়ায় নমঃ
৬৯) ওম ধর্মমার্গস্নিরাতায় নমঃ
৭০) ওম ধর্মসমুখ সংশিতায় নমঃ
৭১) ওম নিত্যেশ্বরায় নমঃ
৭২) ওম ধনধায়ক্ষায় নমঃ
৭৩) ওম অষ্টলক্ষ্ম্যশ্রিতালায় নমঃ
৭৪) ওম মনুষ্য ধর্মাণ্যায় নমঃ
৭৫) ওম সকৃতায় নমঃ
৭৬) ওম কোশ লক্ষ্মী সমশ্রিতায় নমঃ
৭৭) ওম ধনলক্ষ্মী নিত্যবাসায় নমঃ
৭৮) ওম ধান্যলক্ষ্মী নিবাস ভুবায়ে নমঃ
৭৯) ওম অষ্টলক্ষ্মী সদ্বাসায় নমঃ
৮০) ওম গজলক্ষ্মী স্থিরালয় নমঃ
৮১) ওম রাজ্যলক্ষ্মী জন্মগেহায়া নমঃ
৮২) ওম ধৈর্যলক্ষ্মী-কৃপাশ্রায়ায় নমঃ
৮৩) ওম অখন্ডেশ্বর্য সংযুক্তায় নমঃ
৮৪) ওম নিত্যানন্দায় নমঃ
৮৫) ওম সুখাশ্রায়ায় নমঃ
৮৬) ওম নিত্যতৃপ্তায় নমঃ
৮৭) ওম নিধিত্তারায় নমঃ
৮৮) ওম নাশয় নমঃ
৮৯) ওম নিরুপদ্রায় নমঃ
৯০) ওম নিত্যকামে নমঃ
৯১) ওম নিরাক্ষ্যায় নমঃ
৯২) ওম নিরুপাধিক্বস্বভুয়ে নমঃ
৯৩) ওম শান্তায় নমঃ
৯৪) ওম সর্বগুণোপতায় নমঃ
৯৫) ওম সর্বজ্ঞ্যা নমঃ
৯৬) ওম সর্বসম্মাতায় নমঃ
৯৭) ওম সর্বাণিকরুণাপাত্রায় নমঃ
৯৮) ওম সদানন্দকৃপালায় নমঃ
৯৯) ওম গন্ধর্বকুলসংসেভ্যায় নমঃ
১০০) ওম সৌগন্ধিকুসুমপ্রিয়ায় নমঃ
১০১) ওম স্বর্ণনাগরিবাসায় নমঃ
১০২) ওম নিধিপীঠ সমাস্থায় নমঃ
১০৩) ওম মহামেরুত্তর্থায় নমঃ
১০৪) ওম মহর্ষিগণসংস্তায় নমঃ
১০৫) ওম তুষ্টায় নমঃ
১০৬) ওম শূরপাণকজ্যেষ্ঠায় নমঃ
১০৭) ওম শিবপুজারতায় নমঃ
১০৮) ওম অনঘায় নমঃ

এই ১০৮টি মন্ত্রের দ্বারা আপনার সংসার সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে। ধনৈশ্বর্যের দেবতা কুবেরের আশীর্বাদে আপনার ধন সম্পদ রক্ষা পাবে এবং বিপুল আর্থিক প্রতিপত্তি আসবে।

আরও পড়ুন- 
Sex Tips: হাতে সময় না থাকলে চটজলদি উদ্দাম যৌনরসের মজা উপভোগ করবেন কীভাবে?
রাহুর গ্রাসে কি ডুবে যাচ্ছে আপনার ভাগ্য? রাহুর দশায় কী কী ক্ষতি হয়, দোষ কাটাতে গেলে কী করবেন, জেনে নিন এখনই
কোন স্বপ্ন দেখলে বাড়বে প্রচুর ধনসম্পত্তি, কোন স্বপ্ন বুঝিয়ে দেয় আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, জেনে নিন স্বপ্ন দেখার ফলাফল

কুষ্ঠিতে যদি বিরাজ করে রাহু গ্রহের অশুভ প্রভাব, তাহলে তা নিরাময় করবেন কীভাবে? জেনে নিন সহজ কয়েকটি উপায়

PREV
click me!

Recommended Stories

সুপারির গোপন শক্তি ভাগ্য-অর্থভাগ্য ও কর্মসাফল্যে বদল আনে! কীভাবে জানেন ?
Love Horoscope: আজ সঙ্গীর থেকে কিছুই লুকোবেন না! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল