- Home
- Astrology
- Horoscope
- রাহুর গ্রাসে কি ডুবে যাচ্ছে আপনার ভাগ্য? রাহুর দশায় কী কী ক্ষতি হয়, দোষ কাটাতে গেলে কী করবেন, জেনে নিন এখনই
রাহুর গ্রাসে কি ডুবে যাচ্ছে আপনার ভাগ্য? রাহুর দশায় কী কী ক্ষতি হয়, দোষ কাটাতে গেলে কী করবেন, জেনে নিন এখনই
- FB
- TW
- Linkdin
জাতকের কুষ্ঠিতে অশুভ গ্রহ রাহুর অবস্থান যদি রাশির সপ্তম ঘরে থাকে, তাহলে জীবনে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।
সপ্তম ঘর সবসময় প্রেমের বা বৈবাহিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। সেই ঘরে রাহু থাকা মানে, আপনার ভালো সম্পর্কগুলির ওপর অশুভ এবং প্রতিকূল প্রভাব পড়বে।
তবে, এটা মনে রাখবেন যে, রাহু প্রতিকূল থেকে যদি অনুকূল অবস্থায় চলে আসে, তাহলে আপনার জীবন সুখ-শান্তিতে ভরে উঠবে।
সপ্তম ঘরে রাহুর নেতিবাচক প্রভাব সাধারণত অনেক বেশি প্রবল হয়। রাহুর গ্রাসে থাকা মানুষজন সাধারণত বেশ আধিপত্যশীল হয়ে থাকেন।
এরা সবকিছুতে নিজের জোর খাটানোর চেষ্টা করেন। এদের আশেপাশে অনেক মানুষজন থাকলেও তাঁদের মধ্যে খুব কম লোকই বিশ্বাসযোগ্য হন।
রাহুর দোষগ্রস্ত মানুষদের ভালোবাসার সম্পর্কে চিড় ধরতে পারে, অনেকক্ষেত্রে এঁরা নিজেরাই সঙ্গীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকেন।
তবে, শুধু প্রেম বা বৈবাহিক সম্পর্ক নয়, রোজগারের ক্ষেত্রেও এঁরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। জীবনে টাকাপয়সার সমস্যা আসতে পারে।
ব্যবসায় ভীষণভাবে মন্দা দেখা দেয়। চাকরিক্ষেত্রে কিছুতেই সুনাম অর্জন করতে পারেন না।
খুব সাধারণ বিষয়েও মানুষকে আত্মবিশ্বাসী হতে বাধা দেয় রাহু। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতক-জাতিকারা ভয়ে এবং সন্দেহে ভোগেন।
কিন্তু, এতও নেতিবাচক দিক রয়েছে বলে রাহুর দশা থেকে মুক্তি পাওয়ার কি কোনও উপায় নেই? প্রতিকারের সহজ পথ জানতে ক্লিক করুন এই লিঙ্কে: http://bitly.ws/BH2b