সর্বার্থ সিদ্ধই যোগে শিবপুজো করলে মনের আশা পুরণ হবে, শিবরাত্রিতে এই বিশেষ যোগ থাকছে কয়েক ঘণ্টার জন্য

চলতি বছর শিবরাত্রির দিন তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ। এই যোগে শিব পুজো করলে পুরণ হবে মনের আশা।

 

Web Desk - ANB | Published : Feb 10, 2023 1:24 PM IST / Updated: Feb 10 2023, 07:25 PM IST

আগামী ১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে হয়ে মহাশিবরাত্রি। এই দিনটি বিশেষ। তবে চলতি বছর মহাশিবরাত্রি আরও বিশেষ একটি কারণে। কারণ এছর শিবরাত্রি পড়ার আগেই শনির পুজো করা হবে। শিবরাত্রিরের আগে শনির প্রদোষও রয়েছে। কাকতালীয় হলেও মহাশিবরাত্রিতে অনকগুলি ঘটনা ঘটছে। এবার মহাশিবরাত্রি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগে।

জ্যোতিষ অনুযায়ী শনির প্রদোষ থাকবে শনিবার রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। তার আগেই অর্থাৎ শনিবার বিকেলে পড়েছে শিবরাত্রি। সেই সময় পুজো করা উচিৎ। সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি গবে শনিবার বিকেল ৫টা ৪২ মিনিট থেকে। থাকবে রবিবার সকাল ৬টা ৫০ মিনিট পর্যন্ত। জ্যোতিষ মতে এই সময় পুজো করলে মনের সব ইচ্ছে পুরণ হয়।

Latest Videos

জ্যোতিষ অনুযায়ী সিদ্ধি যোগ রিক্ত তিথি ও শনিবার সন্ধ্যার সমন্বয় তৈরি হচ্ছে শনিবা বিকেল ৫টা ৪৩ মিনিটে। যাকে সর্বার্থ সিদ্ধি যোগ বলা হচ্ছে। অর্থাৎ শনিবার সন্ধ্যা বেলাতেও আপনি শিবের পুজো করতে পারেন। জ্যোতিষ মতে এই সময় পুজো করলে শনিদেবতার আশির্বাদ পাওয়া যায় ভগবান শিবের সঙ্গে। শনিবার রাতে শিব পুজো করলে মনের ইচ্ছে পুরণ হয়। তবে শিবরাত্রিরের উপবাস কিন্তু জারি থাকবে ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪টে পর্যন্ত।

জ্যোতিষ অনুসারে এটি একটি বিশেষ শুভ সময়। যা একাধিক নক্ষত্রের সংমিশ্রনে তৈরি হয়েছে। বিশ্বাস করা হয় এই যোগে যোকোনও কাজ করলে তাতে সাফল্য পাওয়া যায়। এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন। পাশাপাশি নতুন বাড়ি, বাসনপত্র আর সম্পত্তি কিনতে পারেন। এগুলি আপনার শুভ সময়ের প্রতীক হিসেবেই কাজ করবে। তবে শিবরাত্রি যেহেতু শনিবার পড়েছে তাই ভুলেও লোহা কিনবেন না। কারণ মঙ্গল আর শনিবার লোহা কেনা অশুভ।

আরও পড়ুনঃ

প্রেম দিবসে জড়িয়ে ধরুন গরুকে, 'গরু আলিঙ্গন দিবস'-এর ডাক দিয়েও পিছু হাঁটল পশু কল্যাণ বোর্ড

চাকরি প্রার্থীদের জন্য সুখবর! চলতি বছর হতে পারে টেট পরীক্ষা, ফল প্রকাশের পর বললেন গৌতম পাল

রাহুল গান্ধীর ঢালাও প্রশংসা, শত্রুঘ্নর টুইটে বিব্রত তৃণমূল কংগ্রেস

Share this article
click me!

Latest Videos

'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে নির্বাচনী প্রচার সুকান্তর, পায়ে হেঁটে করলেন জন-সংযোগ | Sukanta M
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
Suvendu Adhikari : মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, সারলেন জনসংযোগ