কুষ্ঠিতে যদি বিরাজ করে রাহু গ্রহের অশুভ প্রভাব, তাহলে তা নিরাময় করবেন কীভাবে? জেনে নিন সহজ কয়েকটি উপায়

রাহুর দশা থেকে মুক্ত হতে গেলে শিখে নিন একটি সহজ মন্ত্র। তার সাথে সাথে জেনে নিন কয়েকটি অবশ্য পালনীয় নিয়ম।

 

Web Desk - ANB | Published : Mar 16, 2023 1:23 PM IST / Updated: Mar 16 2023, 07:52 PM IST
111

জীবন থেকে রাহুর দশা কাটাতে হলে প্রথমেই মনে রাখতে হবে, যে গ্রহ এবং সপ্তাহের যে বার রাহু গ্রহের ওপর প্রভাব বিস্তার করে, সেই বার বা গ্রহকে উদ্দেশ করে নিয়ম পালন করতে হবে।

211

রাহুর ক্ষতিকর প্রভাব কমাতে জাতক-জাতিকাদের সাহায্য করবে শুক্রবার। সাধারণত সকাল ৬টা থেকে একটি দিনের গণনা শুরু হলেও, জ্যোতিষীদের মত একটু ভিন্ন।

311

জ্যোতিষীরা বলছেন, যে স্থানে যখন সূর্যোদয় হয়, সেই স্থানে তখন থেকে একটি দিনের গণনা করা উচিত। অর্থাৎ, আপনি যেখানে আছেন, সেখানে সূর্যোদয় দেখে শুরু হবে শুক্রবারের দিন।

411

রাহু গ্রহকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি। রাহু এবং বৃহস্পতি যদি মিলিতভাবে অবস্থান করে, তাহলে তৈরি হয় চণ্ডাল যোগ। এই যোগ জাতক-জাতিকাদের আর্থিক ক্ষতি করতে পারে।

511

সেই সময়ে ব্যবসায় বড়সড় বিনিয়োগ, শেয়ার বাজারে লগ্নি বা কোনওরকম আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো।

611

রাহুর দশায় যাঁরা ডুবে আছেন, সেই সমস্ত জাতক-জাতিকাদের ক্ষেত্রে একটু দান-ধ্যান করা ভালো। নিজের ক্ষমতা অনুযায়ী অভাবী মানুষদের সাহায্য করলে কুপ্রভাব থেকে প্রতিকার পাবেন।

711

ভগবান শিবের কাছে নিয়মিত বেলপাতা অর্পণ করলে রাহুর দোষ থেকে নিস্তার পাওয়া যায়।

811

প্রত্যেকদিন নিয়ম করে যদি বাড়িতে কর্পূর জ্বালান, তাহলে অশুভ এবং নেতিবাচক শক্তি ঘর থেকে দূর হয়ে যাবে।

911

কোনও রকম মাদকাসক্তি থেকে দূরে থাকুন। নেশার দ্রব্য রাহুর দোষ আরও বাড়িয়ে তোলে। তার বদলে ফল বা শাকসবজি খাওয়া বাড়িয়ে দিন।

1011

রাহুর দোষ থেকে মুক্ত হতে গেলে নিয়মিত ১০৮ বার করে জপ করুন একটি বিশেষ মন্ত্র:-

1111
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos