প্রিয়জনকে দামি দামি উপহার দিতে পছন্দ করেন এই চার রাশি, এদের ভাবনা-চিন্তা সকলের থেকে ভিন্ন

রইল কয় রাশির কথা। এরা উপহার দিয়ে অন্যের মন জয় করতে চান। এই চার রাশির ছেলে মেয়েরা প্রিয়জনকে দামি দামি উপহার দিতে পছন্দ করেন। এদের ভাবনা চিন্তা সকলের থেকে ভিন্ন। অর্থের ব্যাপারে এরা উদাসীন হন। দেখে নিন তালিকা।

প্রেম নিয়ে সকলের মানসিকতা ভিন্ন। কেউ পার্টনারের ওপর অধিক নির্ভর করেন, কেউ সম্পর্কে গোপনীয়তা রক্ষা করতে চান তো কেউ কেউ কেউ অন্ধের মতো পার্টনারকে বিশ্বাস করেন। আজ রইল কয় রাশির কথা। এরা উপহার দিয়ে অন্যের মন জয় করতে চান। এই চার রাশির ছেলে মেয়েরা প্রিয়জনকে দামি দামি উপহার দিতে পছন্দ করেন। এদের ভাবনা চিন্তা সকলের থেকে ভিন্ন। অর্থের ব্যাপারে এরা উদাসীন হন। দেখে নিন তালিকা।

কর্কট রাশি

Latest Videos

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা চিন্তাশীল ও সহানুভূতিশীল স্বভাবের মানুষ। এরা আবেগপ্রবণ স্বভাবের হয়ে থাকেন। তেমনই উপহার নিয়ে এদের মানসিকতা ভিন্ন। এরা সব সময় দামি জিনিস কিনতে পছন্দ করেন। সঙ্গীর মন কাড়তে এরা দামি দামি উপহার দিয়ে থাকেন।

কুম্ভ রাশি

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। উপহার দিয়ে সঙ্গীর মন পেতে চান। এর ভালোবাসার মানুষকে খুশি করতে সব সময় দামি দামি উপহার দিয়ে থাকেন। এরা কঠোর পরিশ্রমী হন। তেমনই এরা ভালোবাসার মানুষের সব রকম চাহিদা পূরণ করতে চান সব সময়।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরাও বাকি দুই রাশির মতো। আবেগপ্রবণ স্বভাবের হন এরা। দামি দামি জিনিস কিনে থাকেন। দামি জিনিস কিনে সঙ্গীর মন কাড়তে চান। এরা অনেক সময় সাধ্যের বাইরে গিয়ে ভালোবাসার মানুষকে উপহার দিয়ে থাকেন।

তুলা রাশি

রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এরাও বাকি তিন রাশির মতো। এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা। পার্টনারের ব্যাপারে এরা খুবই সতর্ক থাকেন। সব সময় দামি দামি জিনিস কিনতে চান পার্টনারের জন্য। তাদের মন কাড়তে দামি দামি জিনিস উপহার দিতে চান এরা। সকলের থেকে আলাদা স্বভাবের হন এরা।

শাস্ত্র মতে, সকলের মানসিকতা ভিন্ন। বৈদিক শাস্ত্রে উল্লেখ রয়েছে ১২ রাশির। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। আর তার প্রভাব পড়ে ব্যক্তির ওপর। সে কারণে সকলের আচরণ থেকে স্বভাব এমনকী পছন্দ সবেতে রয়েছে তফাত। সে কারণে ভিন্ন এই চার রাশি

 

আরও পড়ুন

গল্পের বই পড়তে পছন্দ করেন এরা, ভালো গল্প পেলে কাল্পনিক জগতে হারিয়ে যান এই চার রাশি

অন্নপূর্ণা পুজো ঘিরে রয়েছে এক বিশেষ কাহিনি, সঙ্গে জেনে নিন পুজোর নির্ঘন্ট

অন্নপূর্ণা পুজোর তিথিতে এই কাজগুলি ভুলেও নয়, ভরা সংসার ফাঁকা হতে সময় লাগবে না

Share this article
click me!

Latest Videos

দায়ী কে? কেমন আছে ৩ প্রসূতি মাম্পি, মিনারা ও নাসরিন? দেখুন | Kolkata News | Saline Controversy
‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
জলা জমিতে ফ্লাট বানানোর ফল! আচমকাই ভেঙে পড়লো বহুতল, আতঙ্কে গোটা এলাকা | Kolkata News Today
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
‘একধারে লক্ষ্মীর ভাণ্ডার একধারে বিষ!’ Mamata Banerjee-কে কড়া তোপ Agnimitra Paul-এর, দেখুন