সংক্ষিপ্ত
রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, পরিবারের সদস্যদের সঙ্গে এদের অশান্তি চলতেই থাকে। এদের সঙ্গে সহজে কারও মতের মিল হয় না। দেখে নিন তালিকায় কে কে আছেন।
আমরা সকলেই একে অপরের থেকে আলাদা। আলাদা আমাদের মানসিকতা, আলাদা আমাদের ভাবনা চিন্তা, তেমনই ভিন্ন আমাদের আচরণ। শাস্ত্র রয়েছে এর ব্যখ্যা। শাস্ত্র মতে, আমাদের সকলের রাশি ভিন্ন। আর এই সকল রাশির অধিকৃত গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের এমন তফাত। সে কারণে কেউ শান্ত, কেউ উদ্ধত, কেউ বুদ্ধিমান তো কেউ বোকা। আবার কেউ সকলের সঙ্গে চলতে পারেন তো কেউ একা থাকতে পছন্দ করেন। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, পরিবারের সদস্যদের সঙ্গে এদের অশান্তি চলতেই থাকে। এদের সঙ্গে সহজে কারও মতের মিল হয় না। দেখে নিন তালিকায় কে কে আছেন।
মেষ রাশি
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা স্বাধীন মনের মানুষ হন। এই রাশির ছেলে মেয়েরা স্বনির্ভর হয়ে থাকেন। এদের সঙ্গে পরিবারের লোকেদের মানসিক ব্যবধান থাকে। যে কারণে তাদের সঙ্গে সহজে মতের মিল হয় না। এরা সকলের থেকে আলাদা।
মিথুন রাশি
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির ছেলে মেয়েরা সামাজিক দায়িত্বকে বোঝাকে তুচ্ছ মনে করেন। এরা বাবা-মায়ের অনুভূতি প্রকাশ করে কঠিন বলে মনে করে। তাই তারা তাদের থেকে মানসিক দূরত্ব বজায় রাখে।
সিংহ রাশি
রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। সংবেদনশীল সম্পর্ক রক্ষায় সব সময় প্রচেষ্টা চালিয়ে যান। এদের মানসিকভাবে বিচ্ছিন্ন থাকে। এরা সকলের থেকে আলাদা হন। পরিবারের সদস্যদের সঙ্গে এদের অশান্তি চলতেই থাকে। এদের সঙ্গে সহজে কারও মতের মিল হয় না।
ধনু রাশি
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ছেলে মেয়েরা অনুভূতি সকলের থেকে আলাদা। পারিবারিক বন্ধন দুর্বল হয়ে থাকে এদের। এরা অবাঞ্ছিত উত্তেজনাকে আমন্ত্রণ জানায়। এরা পরিবারের সদস্যদের সঙ্গে এদের অশান্তি চলতেই থাকে। এদের সঙ্গে সহজে কারও মতের মিল হয় না। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। এই সকল রাশির ছেলে মেয়েরা আলাদা স্বভাবের। এদের মতের সঙ্গে সহজে কারও মিল হয় না। সে কারণে পরিবারের সদস্যদের সঙ্গে নানান অশান্তি চলতে থাকে।
আরও পড়ুন
সোমবার শিবের পুজো করার সময় পালন করুন এই টোটকা, দূর হবে জীবনের একাধিক জটিলতা, দেখে নিন কী কী
সম্পত্তি সংক্রান্ত কাজ সম্পন্ন হবে এই তারিকের জাতক জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা
২৭ ফেব্রুয়ারি শারীরিক জটিলতায় ভুগতে পারেন এই চার রাশিগুলো, রইল দৈনিক রাশিফল