পার্টির পরিকল্পনা থাকলে পরামর্শ নিন এদের থেকে, পার্টি হোস্ট করতে এক্সপার্ট এরা, রইল তালিকা

চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। পার্ট হোস্ট করতে এক্সপার্ট এরা, রইল তলিকা। দেখে নিন পার্টির পরিকল্পনা থাকলে কাদের সঙ্গে যোগাযোগ করবেন।

সকলের ভাবনা আলাদা। সকলের পছন্দের সঙ্গেও রয়েছে তফাত। শাস্ত্রে রয়েছে এর ব্যাখ্যা। বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। স্বভাব থেকে আচরণ, কথা বলার ধরন থেকে মনের ভাবনা- সর্বত্র রয়েছে বিস্তর তফাত। কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ কঠোর মনের তো কেউ দুর্বল। আজ রইল চার রাশির কথা। এদের রুচি বোধের কারণে এরা সকলের মনে স্থান পান। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। পার্ট হোস্ট করতে এক্সপার্ট এরা, রইল তলিকা। দেখে নিন পার্টির পরিকল্পনা থাকলে কাদের সঙ্গে যোগাযোগ করবেন।

সিংহ রাশি

Latest Videos

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা বিলাসবহুল জীবন পছন্দ করেন। এই রাশির ছেলে মেয়েরা পার্টি করতে খুবই পথন্দ করেন। এরা ক্রিয়েটিভ স্বভাবের মানুষ। এরা বুদ্ধিমান স্বভাবের হয়ে থাকেন।

মিথুন রাশি

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা স্নেহশীল স্বভাবের মানুষ হন। এই রাশির ছেলে মেয়েরা পার্টির আনন্দ করতে চান। এরা ভালোভাবে পার্টির আয়োজন করে থাকেন। এরা পার্টিতে আনন্দ করেন। এরা সকলের পছন্দের কথা খেয়াল রাখতে পারেন।

মেষ রাশি

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা সুন্দর ভাবে পার্টির আয়োজন করে থাকেন। এরা রোমাঞ্চকর পার্টির আয়োজন করতে পারেন। এই রাশির ছেলে মেয়েরা সকলের কথা মাথায় রেখে সব কিছু আয়োজন করেন। এরা নিজেরাও পার্টি করতে খুবই ভালোবাসেন। এরা অনায়াসে সকলকে মজা দিতে পারেন।

কর্কট রাশি

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির ছেলে মেয়েরাও পার্টি করতে পছন্দ করেন। এরা সকলের সঙ্গে সহজে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠন করেন। সে কারণে সকলে এদের পছন্দ করে। এরা মজার মানুষ বলে সকলের কাছে পরিচিত হন। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। শাস্ত্র মতে, পার্ট হোস্ট করতে এক্সপার্ট এরা। এদের আয়োজনে সকলে মুগ্ধ হন। তাই পার্টির পরিকল্পনা থাকলে এদের থেকে পরামর্শ নিতে পারেন। এরা সকলের থেকে আলাদা স্বভাবের হয়ে থাকেন। মজার মানুষ হন এরা। 

 

আরও পড়ুন

রবিবার পালন করুন এই কয়টি জ্যোতিষ টোটকা, আর্থিক জটিলতা থেকে মিলবে মুক্তি, ঘটবে সংসারে উন্নতি

রবিবার দিনটি হতে চলেছে কঠিন, আজ সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা

পারিবারিক সমস্যা সমাধান হবে এই তারিকের জাতক জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

 

 

 

 

Share this article
click me!

Latest Videos

চার হাজার ভোটে হেরে গিয়েও MLA সুকান্ত পাল! বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল নেতার
Basanti News: আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত প্রাপকরাই! TMC-র বিরুদ্ধে কাটমানির অভিযোগ BJP-র | Canning
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News
Netaji Subhash Chandra Bose-কে সামনে রেখে শুধুই ফায়দা লুটছে রাজনৈতিক দলগুলি? দেখুন
Kolkata-র বুকে ফের বহুতল বিপর্যয়! Tangra-এ হেলে পড়লো আস্ত ৬ তলা বিল্ডিং, আতঙ্কে গোটা এলাকা | Kolkata