২০২২ জুড়ে রয়েছে একাধিক বিয়ের দিন, এক ঝলকে দেখে নিন শুভ দিনগুলো রয়েছে কবে

Published : Feb 19, 2022, 03:30 PM ISTUpdated : Feb 19, 2022, 03:35 PM IST
২০২২ জুড়ে  রয়েছে একাধিক বিয়ের দিন, এক ঝলকে দেখে নিন শুভ দিনগুলো রয়েছে কবে

সংক্ষিপ্ত

২০২২ সাল জুড়ে রয়েছে একাধিক বিয়ের দিন (Marriage Date)। অগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবার এই তিন মাস বাদে বাকি সব মাসেই বিয়ের অনুষ্ঠান হয়। মাসে একাধিক বিয়ের দিন থাকে। দেখে নিন ২০২২ সালে কী কী বিয়ের দিন আছে।  

শীত পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়ের (Marriage) মরশুম। চারিদিকে বাজছে সানাই। হাতে হাতে রেখে নতুন জীবনের পথে পা বাড়াচ্ছে একাধিক জুটি। সাধারণ থেকে সেলেব সকলেই বাঁধা পড়ছেন সাত পাকে। সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে এখন বিক্রান্ত ও শীতলের বিয়ের ছবি। এদিকে শোনা যাচ্ছেন শীঘ্রই বিয়ে করবেন ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকর। আবার আলিয়া ভাট ও রণবীর কাপুরও নাকি সাত পাতে বাঁধা পড়তে পারেন এই বছরে। এদিকে ২০২১-এ সাত পাকে বাঁধা পড়েছেন একাধিক বলিস্টার (Bollywood Star)। এই তালিকায় রয়েছেন, ইয়ামি গৌতম, রিয়া কাপুর, ক্যাটরিনা-ভিকি, পত্রলেখা- রাজকুমার রাও-এর মতো একাধিক সেলেব। 

২০২২ সাল জুড়ে রয়েছে একাধিক বিয়ের দিন (Marriage Date)। অগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবার এই তিন মাস বাদে বাকি সব মাসেই বিয়ের অনুষ্ঠান হয়। মাসে একাধিক বিয়ের দিন থাকে। দেখে নিন ২০২২ সালে কী কী বিয়ের দিন আছে।  ফেব্রুয়ারি মাসের শেষে রয়েছে আরও ২টি বিয়ের দিন। ২০ ও ২২ তারিখ বিয়ের দিন রয়েছে। মার্চ মাসে রয়েছে বিয়ের দুটো দিন। ৪ মার্চ ও ৯ মার্চ বিয়ের দিন রয়েছে। এপ্রিল বল বাংলার বৈশাখ মাস। এই মাস দিয়ে শুরু হয় নতুন বাংলা বছর। এপ্রিল মাসে রয়েছে একাধিক বিয়ের দিন। ১৪ এপ্রিল, ১৫ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৭ এপ্রিল, ১৯ এপ্রিল, ২০ এপ্রিল, ২১ এপ্রিল, ২২ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৪ এপ্রিল এবং ২৭ এপ্রিল বিয়ের দিন আছে। 


মে মাসেও রয়েছে একাধিক বিয়ের দিন। ৯ মে, ১০ মে, ১১ মে, ১২ মে, ১৫ মে, ১৭ মে, ১৮ মে, ১৯ মে, ২০ মে, ২১ মে, ২৬ মে, ২৭ মে, ৩১ মে বিয়ের দিন আছে। জুন মাসেও রয়েছে বিয়ের দিন। ১ জুন, ৫ জুন, ৬ জুন, ৭ জুন, ৮ জুন, ৯ জুন, ১০ জুন, ১১ জুন, ১৩ জুন, ১৭ জুন, ২৩ জুন, ২৪ জুন বিয়ের শুভ দিন রয়েছে। এর পরের মাসের বিয়ের দিন হল- ৪ জুলাই, ৬ জুলাই, ৭ জুলাই, ৮ জুলাই এবং ৯ জুলাই। জুলাইয়ের পর বিয়ে হয় নভেম্বর মাসে। ২৫ নভেম্বর, ২৬ নভেম্বর, ২৮ নভেম্বর ও ২৯ নভেম্বর বিয়ের দিন রয়েছে। ডিসেম্বর মাসের বিয়ের শুভ দিনগুলো হল ১ ডিসেম্বর, ২ ডিসেম্বর, ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর, ৮ ডিসেম্বর, ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর।  

আরও পড়ুন: 'যদি ভগবান-কে দেখতে চাও, আগে ভগবান হও', একথা বলেছিলেন স্বয়ং রামকৃষ্ণ

আরও পড়ুন: রাশি পরিবর্তন করছে কেতু, শারীরিক মানসিক ও আর্থিক সমস্যা বাড়বে এই ৭ রাশির

আরও পড়ুন: শনিবার ৫ রাশির মায়ের শারীরিক সমস্যা বাড়তে পারে, দেখে নিন আজকের রাশিফল
  
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল