রইল কয়টি টোটকায় (Tips)। যা মেনে সাজান বসার ঘর। বসার ঘরের বাস্তুদোষ দূর করতে এটি বেশ উপকারী। সহজ কয়টি জিনিসের স্থান পরিবর্তনে বাস্তুদোষ দূর করা সম্ভব। জেনে নিন বসার ঘরের কোন জিনিস কোথায় রাখলে সুখ, শান্তি বজায় থাকবে।
আর্থিক ক্ষতি, আর্থিক টানাপোড়েন কিংবা অধিক ব্যয়ের সম্মুখীন হন অনেকেই। অনেক সময় বহু চেষ্টা সত্ত্বেও অর্থাভাব কাটিয়ে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়। কঠিন পরিশ্রমের (Hard Work) পরেও উন্নতি ঘটে না। সমস্যা কাটাতে মেনে চলতে পারেন বাস্তু টোটকা (Vastu Tips)। বাস্তু দোষ (Vastu Dosh) থাকলে নানা কাজে বাধা আসে। পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি লেগে থাকে। এর থেকে মুক্তি পেতে বাস্তু মেনে ঘর সাজান। আজ রইল কয়টি টোটকায় (Tips)। যা মেনে সাজান বসার ঘর। বসার ঘরের বাস্তুদোষ দূর করতে এটি বেশ উপকারী। সহজ কয়টি জিনিসের স্থান পরিবর্তনে বাস্তুদোষ দূর করা সম্ভব। জেনে নিন বসার ঘরের কোন জিনিস কোথায় রাখলে সুখ, শান্তি বজায় থাকবে।
বাস্তু শাস্ত্র অনুসারে, বসার ঘরের দক্ষিণ পূর্ব কোণে টেলিভিশন (TV) এবং কমপিউটার (Computer) রাখা শুভ। তবে, ভুলেও উত্তর পূর্ব কোণে বা দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন না। এতে সংসারে অশান্তি দেখা দিতে পারে। এমনকী, শোওয়ার ঘরেও টিভি কিংবা কমপিউটার রাখা উচিত নয়। এতে দাম্পত্য কলহ বাঁধতে পারে।
বসার ঘরের প্রতি কোণা উজ্জ্বল আলো (Light) রাখুন। আলো দিয়ে অনেকেই ঘর সাজান। ফলস সিলিং করলে স্পট লাইট লাগানো হয়। এবার বসার ঘরের কোণায় রাখুন উজ্জ্বল রং। এতে কোনও নেতিবাচক এনার্জি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। ফলস সিলিং না হতে ল্যাম্প রাখতে পারেন। শুধু আলোকিত রাখুন ঘরের চার কোণা।
বসার ঘর সাজাতে শখ করে অ্যাকোরিয়াম কেনেন অনেকে। কিন্তু জানেন কি অ্যাকোরিয়াম ভুল দিকে রাখলে বাস্তুদোষ তৈরি হয়। উত্তর পূর্ব কোণে অ্যাকোরিয়াম রাখুন। এতে ৯টি গোল্ড ফিস (Gold Fish) ও একটি কালো মাছ (Black Fish) রাখুন। এতে ঘরের সকল খারাপ এনার্জি দূর হবে। বাস্তুদোষ তৈরিতে বাধা দেবে।
ঘর সাজাতে নিশ্চয়ই ছবি বা পেন্টিং (Painting) কিনে থাকেন। জানেন কি ভুল ছবি কিনলে তার থেকে বাস্তুদোষ তৈরি হয়। যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ঘরে কখনও হতাশা বা একাকীত্বের ছবি রাখবেন না। যুদ্ধ, কান্না, ছবি রাখবেন না। এগুলো পরিবারের সদস্যদের ওপর খারাপ প্রভাব ফেলে। ঘরে রাখুন ফুল, হাসি, সূর্যোদয়ের ছবি রাখুন। এই ধরনের ছবি সব কাজে সফল হতে সাহায্য করবে।
আরও পড়ুন: Vastu For house: বাস্তু মেনে বাড়ি বানান, জেনে নিন কোন দিকে পিলার করবেন
আরও পড়ুন: বাস্তুদোষ দূর করতে মেনে চলুন এই টোটকা, সহজ উপায় সকল সমস্যা সমাধান হবে