প্রতিটি ব্যক্তিই নিজের নাম দিয়ে নিজের পরিচিতি তৈরি করে। তবে শুধু পরিচিতি তৈরিতেই নয়, একজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যকে সুস্পষ্ট ভাবে তুলে ধরে। তাই ব্যক্তিকে শুধুমাত্র চেনার জন্য নয়, নাম অনুযায়ীও ব্যক্তির চরিত্র নির্ধারণ করা হয়। এক্ষেত্রে নামের প্রথম অক্ষরের গুরুত্বও অপরিসীম।
আরও পড়ুন-ঘরবন্দিতেই এক অন্য রমজান পালিত হবে বিশ্ব জুড়ে, রইল পবিত্র এই মাসের ঐতিহাসিক গুরুত্ব...
জ্যোতিষ শাস্ত্র মতে নামের প্রথম অক্ষর অনুযায়ী ব্যক্তি সম্পর্কে অনেক তথ্যই জানা যায়। আর তেমনটাই মনে করেন জ্যোতিষ শাস্ত্রবিদেরা। একেক জনের নামের অক্ষর অনুযায়ী একেক ধরনের ব্যক্তিত্ব হয়। আর তা দিয়েই সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যকে নির্ধারন করা হয়। যদি আপনার নামের প্রথম অক্ষর 'আর' হয়, তাহলে ব্যক্তি হিসেবে আপনি কেমন হবেন জেনে নিন বিশদে।
আরও পড়ুন-বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর, দেখে নিন...
যাদের নামের প্রথম অক্ষর 'আর' দিয়ে শুরু হয় তারা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন ।
এদের ঘুম অনেক কম হয়। কোনও না কোনও কারণে এরা সবসময়েই চঞ্চল থাকে। যার ফলে একবার ঘুম ভেঙে গেল চট করে এরা ঘুমাতে পারে না।
এদের জীবনে অনেকসময়েই আর্থিক সমস্যা চলে আসে কিন্তু নিজের বুদ্ধির জোরে এরা যে কোনও সমস্যা কাটিয়ে উঠতে পারে।
পরিবর্তনশীল পরিবেশ এবং যে কোনও পরিস্থিতির মধ্যে এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে।
এরা যে কোনও কাজে খুব তাড়াতাড়ি সফল হয়।
এরা হাতের যে কোনও কাজ চটজলদি শেষ করতে খুব পছন্দ করে।
যে কোনও কাজে ভগবানের আশীর্বাদ এরা পেয়ে থাকেন। তাই খুব তাড়াতাড়ি এদের কাজে সাফল্য আসে।
এদের মধ্যে যাদের খুব অল্প বয়সে বিয়ে হয়, তাদের জীবনে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়।