ধনেশের অবস্থানের ওপর নির্ভর করে অর্থভাগ্য, জেনে নিন রাশির অধিপতির অবস্থান প্রসঙ্গে

Published : Feb 19, 2022, 04:13 PM ISTUpdated : Feb 19, 2022, 04:17 PM IST
ধনেশের অবস্থানের ওপর নির্ভর করে অর্থভাগ্য, জেনে নিন রাশির অধিপতির অবস্থান প্রসঙ্গে

সংক্ষিপ্ত

রাশিফলের দ্বিতীয় ঘরকে বলা হয় সম্পদের স্থান। এই স্থানের রাশির অধিপতি হলে ধনেশ (Dhanesh)। ধনেশের অবস্থানের ওপর নির্ভর করে আপনার অর্থ ভাগ্য কেমন হয়। ধনেশের অবস্থান শুভ হলে আর্থিক (Financial) বৃদ্ধি ঘটে, তেমনই ধনেশের অবস্থান অশুভ হলে ব্যক্তি আর্থিক সমস্যার সম্মুখীন হন। 

জ্যোতিষ (Astrology) মতে, রাশিফলের দ্বিতীয় ঘরকে বলা হয় সম্পদের স্থান। এই স্থানের রাশির অধিপতি হলে ধনেশ (Dhanesh)। ধনেশের অবস্থানের ওপর নির্ভর করে আপনার অর্থ ভাগ্য কেমন হয়। ধনেশের অবস্থান শুভ হলে আর্থিক (Financial) বৃদ্ধি ঘটে, তেমনই ধনেশের অবস্থান অশুভ হলে ব্যক্তি আর্থিক সমস্যার সম্মুখীন হন। জেনে নিন কী রয়েছে জ্যোতিষ শাস্ত্রে। 

প্রথম গৃহ- ধনেশ যদি আরোহণে অর্থাৎ প্রথম গৃহে থাকে তবে এটি ব্যক্তিকে কৃপন করে তোলে। এই ধরনের লোকেরা ব্যবসায়ী (Business), বিত্তশালী, বিখ্যাত ও ধনী হলেও ভুল কাজে জড়িয়ে পড়ে। 

দ্বিতীয় গৃহ- ধনেশ দ্বিতীয় ঘরে থাকলে ব্যক্তি ধনী, ধর্মপরায়ণ, লোভী, চতুর, ব্যবসায়ী ও ভালো দাতা হন। 

তৃতীয় গৃহ- যদি ধনেশ রাশিফলের তৃতীয় ঘরে বসে থাকে, তবে ব্যক্তি চুরি, প্রতারণা, সর্বদা তর্ক ও বিতর্কে জড়িয়ে পড়েন। শিল্পহীন মানসিকতার (Mentality) অধিকারি হন তারা। 

চতুর্থ গৃহ- যদি ধনেশ রাশির চতুর্থ ঘরে বসবাস করে তাহলে সেই ব্যক্তি পিতার কাছ থেকে লাভবান হন। তিনি সত্যবাদী, দয়ালু, দীর্ঘজীবী, সম্পদের অধিকারী হন। একজন ভালো ব্যবসায়ী (Business) এবং কঠোর পরিশ্রমী হন। 

পঞ্চম গৃহ- পঞ্চম ঘরে বসে থাকা ধনেশ মানে, পুত্রে দিক থেকে ব্যক্তিকে শুভ সুখ দেয়। এ ধরনের ব্যক্তি ভালো কাজ থেকে দূরে থাকে এবং জীবনের শেষ দিকে কৃপণ ও দুঃখী হয়। 

ষষ্ঠ গৃহ- যদি ধনেশ রাশির ষষ্ঠ ঘরে বসে থাকে, তবে ব্যক্তি অর্থ সংগ্রহ করতে প্রস্তুত হন। শত্রুদের পরাজিত করে, জমি, সম্পত্তির মালিক হন। সেবামূলক কাজে যুক্ত থাকেন। 

সপ্তম গৃহ- যদি রাশিফলে সপ্তম গৃহে ধনেশ থাকে তবে ব্যক্তি বিলাসবহুব ধনী, ভালো প্রেমিক, ভাগ্যবান হন। 

অষ্টম গৃহ- অষ্টম ঘরে বসে থাকে ধনেশ একজন ব্যক্তিকে কপট করে তোলে কিন্তু একই সঙ্গে এই ধরনের ব্যক্তি ভাগ্যবান (Lucky) হন। 

নবম গৃহ- কুণ্ডলীর নবম (Ninth) ঘরে বসে থাকে ধনেশ ব্যক্তিকে দানশীল, গুণী, পণ্ডিত ও ধর্মীয় কাজের প্রতি ঝুঁকি থাকে। 

দশম গৃহ- রাশিফলের (Astrology) দশম ঘরে ধনেশ বসে থাকলে সেই ব্যক্তি ধনী, সৌভাগ্যবান এবং দেশ-বিদেশে প্রতিপত্তি লাভ করেন। 

একাদশ গৃহ- যদি ধনেশ (Dhanesh) একাদশ ঘরে বসে থাকে, তাহলে ব্যক্তি বিখ্যাত ব্যবসায়ী, ধনী, বিত্তশালী হন। 

দ্বাদশ গৃহে- ধনেশ দ্বাদশ ঘরে বসে থাকলে ব্যক্তির অর্থের (Finance) অভাব হয়।

আরও পড়ুন: 'যদি ভগবান-কে দেখতে চাও, আগে ভগবান হও', একথা বলেছিলেন স্বয়ং রামকৃষ্ণ

আরও পড়ুন: ২০২২ জুড়ে রয়েছে একাধিক বিয়ের দিন, এক ঝলকে দেখে নিন শুভ দিনগুলো রয়েছে কবে

আরও পড়ুন: রাশি পরিবর্তন করছে কেতু, শারীরিক মানসিক ও আর্থিক সমস্যা বাড়বে এই ৭ রাশির
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল