'নিতম্বিনী দেবলীনা', অদ্ভুত পোজে ছবি তুলতেই অশ্লীলতার শিকার অভিনেত্রী

  • পাহাড়ের কোলে দেবলীনা কুমারের গ্ল্যামার
  • হট পোজে ছবি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়
  • ভাইরাল হতেই দেবলীনার প্রোফাইলে ফের ঝড় তুলল
  • সেখানেই অভিনেত্রীর নিতম্ব নিয়ে অশ্লীল মন্তব্য

কখনও দেবলীনা কুমারের সঙ্গে গৌরবের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করত নিন্দুকরা। আবার কখনও বর্ণবিদ্বেষী মন্তব্য দেবলীনার পোস্টে। এবারে সবকিছু ছাড়িয়ে অশ্লীল মন্তব্য করে বসল এক নেটিজেন। তাও আবার অভিনেত্রী নিতম্ব নিয়ে। সে ঠাট্টার ছলেই কথাটি লিখতে গিয়েছিল, তবে তা অশ্লীলতার পরিচয় পেয়েছে। টাইটস পড়ে ঘাসের উপর শুয়ে রোদ পোয়াচ্ছেন দেবলীনা। পিথন থেকে ছবিটি তোলা। যার কারণে তাঁর নিতম্বকে এখানে নিন্দুকরা ফোকাস হিসেবে ধরে নিয়েছে।

সেখানে সেই নেটিজেন কমেন্ট করে বসে, নিতম্বিনী বলে সম্বোধন করে বসেছে তাঁকে এক নেটিজেন। এই কাজটি কোনও অভিনেতা করলে, অর্থাৎ এই একই পোজে কোনও অভিনেতা ছবি তুললে তাঁকে এমন কোনও মন্তব্যেরই শিকার হতে হত না। ট্রোলারদের অবশ্য ছেড়ে দেওয়ার পাত্রী নন দেবলীনা। দিন কতক আগে হাই থাই স্লিটেড গাউন পরে ছবি পোস্ট করেছিলেন দেবলীনা। ক্যাপশনে দিয়েছিলেন, "ব্ল্যাক উইডো"। 

Latest Videos

আরও পড়ুনঃ'কেউ কি আছো', মধ্যরাতে কার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন মধুমিতা

 

এর বাংলা লিখতে গিয়ে সেই নেটিজেন লিখে বসে, "কালো বিধবা রিটার্নস"। মন্তব্যটি অজান্তেই বর্ণবিদ্বেষী হয়ে যায়। দেবলীনা এখনও পর্যন্ত সেই মন্তব্যের কোনও জবাব দেননি। এখন তিনি ব্যস্ত 'আবার কাঞ্চনজঙ্ঘা'র শ্যুটিংয়ে। জোর কদমে চলছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'র শ্যুটিং। উত্তরবঙ্গের টি গার্ডেনেই জমেছে একঝাঁক তারকার আসর। ডুয়ার্সের সামসিং টি গার্ডেনে শ্যুটিং করছেন পরিচালক রাজর্ষি দে। দেবলীনা সহ ছবিতে দেখা যাবে একঝাঁক টলিপাড়ার তারকাদের। শাশ্বত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহিনী গুহ রায়, অর্পিতা চট্টোপাধ্যায়, বিদীপ্তাকে দেখা যাবে অভিনয়ে।

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News