বাড়িতেই রয়েছে অভিষেকের নিথর দেহ, স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অভিনেতা স্ত্রী

আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা  (Bengali Cinema) অভিষেক চট্টোপাধ্য়ায়। সাতসকালে এমন এক খবর শুনে সকলেই যেন হতবাক। এখনও যেন বিশ্বাস করতে পারছেন না কেউ।  রাত ১ টার পরই  প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Actor Abhishek Chatterjee Passes Away) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে তথা তার পরিবারে। বাড়িতেই রয়েছে অভিনেতা অভিষেকের নিথর দেহ। স্বামীর অকাল মৃত্যু কোনওমতেই মানতে পারছেন  না স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। অভিষেককে আগলে  রেখেছেন সংযুক্তা।

হৃদরোগই কেড়ে নিল তরতাজা প্রাণ। আর কোনওদিনই অভিষেক চট্টোপাধ্য়ায়কে আর বড়পর্দায় দেখা যাবে না। এই কথাটা  যেন কোনওমতেই হজম করতে পারছেন না টলি ইন্ডাস্ট্রির দর্শকরা।  আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা  (Bengali Cinema) অভিষেক চট্টোপাধ্য়ায়। সাতসকালে এমন এক খবর শুনে সকলেই যেন হতবাক। এখনও যেন বিশ্বাস করতে পারছেন না কেউ।  রাত ১ টার পরই  প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Actor Abhishek Chatterjee Passes Away) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে তথা তার পরিবারে। বাড়িতেই রয়েছে অভিনেতা অভিষেকের নিথর দেহ। স্বামীর অকাল মৃত্যু কোনওমতেই মানতে পারছেন  না স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। অভিষেককে আগলে  রেখেছেন সংযুক্তা।

আর কয়েকমাস পরই ছিল ১৪ তম বিবাহবার্ষিকী।  গত বছরও দাম্পত্য জীবনের ১৩ তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Actor Abhishek Chatterjee Passes Away) স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের পথচলা জীবনসঙ্গীকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন অভিনেতার স্ত্রী। অভিষেক ও সংযুক্তার একটা ফুটফুটে কন্যাসন্তানও রয়েছে। স্ত্রী ও কন্যাকে নিয়েই সুখের সংসার ছিল অভিষেকের। আচমকাই যেন তাতে ছন্দপতন। স্ত্রী-পরিবার, সংসার ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। 

Latest Videos

 

 

বেলা বাড়তেই অভিনেতার বাড়িতে ভিড় জমতে শুরু করেছে। ১৯৬৪ সালের ৩০ এপ্রিল উত্তর কলকাতায় তার জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। বরানগর রামকৃষ্ণ মিশনে তার পড়াশুনা। ছোট ও বড় পর্দায় সমান ভাবেই জনপ্রিয়তা ধরে রেখেছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রথমসারির অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় । অভিনয় ছিল অভিষেকের প্রাণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকতে মোটেই পছন্দ ছিল না অভিনেতার। সর্বদাই নিজেকে শ্যুটের মধ্যে ব্যস্ত রাখতেন অভিনেতা। শুটিং করতেই করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিষেক চট্টোপাধ্যায় (Popular Bengali Actor Abhishek Chatterjee) । অভিনেতার মৃত্যুর খবর কোনওভাবেই বিশ্বাস হচ্ছে না। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া (Actor Abhishek Chatterjee Passes Away)। অভিনেতার মৃত্যুর খবর পেয়েই তার বাড়িতে ছুটে গেছেন লাবনী সরকার সহ টলি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। আজই অভিনেতা শেষকৃত্য সম্পন্ন হবে। 

 


 

আরও পড়ুন-গাঢ় চুম্বন থেকে উদ্দাম সঙ্গমে মত্ত স্বামী, ইমরানের পরিণতি জানলে শিউরে উঠবেন

আরও পড়ুন-বিকিনির চারপাশ দিয়ে বেরিয়ে স্তনের একাংশ, সেক্সি ফিগারে ঘাম ঝরাচ্ছেন মিনিশা

আরও পড়ুন-'পথভোলা' থেকে 'খড়কুটো',সিনেমা থেকে ধারাবাহিকে স্বমহিমায় অভিষেক,ফিরে দেখা 'মিঠু'র সফরনামা

 

গত দু-তিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। এমনকী গতকালও একটি রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন অভিষেক। শুটিং সেটেই (Shooting Set) আচমকা অসুস্থ হয়ে পড়েন। তারপরই কোনওমতে বাড়িতে ফেরেন।  বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন। বাড়িতেই স্যালাইনের ব্যবস্থাও করা হয়েছিল। চ্যানেলের শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে কয়েকবার বমিও করেন অভিষেক চট্টোপাধ্যায়। সেই সময়েই তাকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হয়। কিন্তু তাতে তিনি মোটেই রাজি হয়নি। উল্টে বাড়িতেই চিকিৎসা করতে চান বলেছিলেন অভিনেতা। সেইমতো বাড়িতেই চিকিৎসা শুরু হয়। তারপরও শেষরক্ষা হল না। বাংলা চলচ্চিত্রের একটা সময় বক্স অফিস টানা হিরো ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Actor Abhishek Chatterjee Passes Away)। নব্বই-এর দশকে যদি বাংলা মশালা ছবিতে বক্স অফিসে লক্ষ্মী টানায় প্রসেনজিত-ঋতুপর্ণা সেনগুপ্ত হন এক নম্বর জুটি তাহলে অবশ্যই দ্বিতীয় স্থানে ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee has Passed Away)।  অভিষেকের জীবনের প্রথম ছবি নন্দন দাশগুপ্তর 'অপরাধী' হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 'পথভোলা'।  এহেন দাপুটে অভিনেতার মাত্র ৫৭ বছর বয়সে চলে যাওয়াটাবিনোদন জগতের জন্য বড় ক্ষতি। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury