Kacher Manush : শুভ মহরৎ শুরু 'কাছের মানুষ'-এর, মুক্তির দিন ঘোষণা দেবের

ফের সুখবর দিলেন টলি অভিনেতা দেব। শুভ মহরৎ শুরু 'কাছের মানুষ'-এর। অবশেষে শুরু হল ছবির কাজ। সম্প্রতি নিজের টুইটারে জানালেন ছবির প্রযোজক-পরিচালক দেব। নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করে লিখেছেন, আজ কাছের মানুষ-এর শুভ মহরৎ। দেখা হবে এই পুজোয় আপনার কাছের সিনেনাহলে। ইতিমধ্যেই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে দর্শকদের মধ্যে। এই ছবিতেই একফ্রেমে ধরা দেবেন বাংলার দুই সুপারস্টার দেব ও  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ফের সুখবর দিলেন টলি অভিনেতা দেব (Dev)। শুভ মহরৎ শুরু 'কাছের মানুষ'- (Kacher Manush)এর। অবশেষে শুরু হল ছবির কাজ। সম্প্রতি নিজের টুইটারে জানালেন ছবির প্রযোজক-পরিচালক দেব। নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করে লিখেছেন, আজ কাছের মানুষ-এর শুভ মহরৎ। দেখা হবে এই পুজোয় আপনার কাছের সিনেনাহলে। ইতিমধ্যেই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে দর্শকদের মধ্যে। এই ছবিতেই একফ্রেমে ধরা দেবেন বাংলার দুই সুপারস্টার দেব ও  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ।


সুপারস্টার দেব (Dev) মানেই যে বড় কোনও চমক আসতে চলেছে ঠিক তেমনটাই মনে করছেন  সিনেমাপ্রেমীরা। দর্শকদের জন্য ফের সুখবর দিলেন দেব। অভিনেতা-প্রযোজক দেবের পরবর্তী ছবি  'কাছের মানুষ ' নিয়ে শীঘ্রই হাজির হচ্ছেন অভিনেতা। ৩ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে  ছবির শুটিং সে কথা আগেই জানিয়েছিলেন দেব (Dev) । এবং চলতি বছরের পুজোর সময়েই প্রেক্ষাগৃহে আসতে চলেছে  'কাছের মানুষ '। তবে কবে মুক্তি পাবে সেই তারিখ এখনও জানা যায়নি। সম্প্রতি নিজের টুইটারে দেব ছবির পোস্টার শেয়ার করে ভক্তদের এই সুখবর জানিয়েছেন, দেব লিখেছেন, শুভ সকাল। এই সঙ্কট পরিস্থিস্তির মধ্যে যদি সবকিছু  ঠিকঠাক থাকে তাহলে চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে'কাছের মানুষ ' । 

Latest Videos

 

 

আরও পড়ুন-Mimi Chakraborty: গোপন ডেট নাকি সোলো ট্রিপ, বরফের দেশে স্টাইল স্টেটমেন্টে ছক্কা হাঁকালেন মিমি

আরও পড়ুন-Nusrat-Yash: 'বিয়ে তো একবার হয়ে গেছে আবার কেন করবো', যশের সঙ্গে বিয়ের জল্পনা উস্কে দিলেন নুসরত

আরও পড়ুন-Vivek Slammed Aishwarya: শরীর ও হৃদয় পুরোটাই প্লাস্টিকের, ব্রেক আপের পরই ঐশ্বর্যকে কটাক্ষ প্রেমিক বিবেকের

 

দেবের এই সুখবরের পরই দর্শকদের মধ্যে ছবি নিয়ে উৎসাহ বাড়ছে। কারণ এই ছবিতেই একফ্রেমে ধরা দেবেন বাংলা চলচ্চিত্রের দুই সুপারস্টার। দেবের ছবিতেই অভিনয় করতে চলেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) । এই প্রথমবার একফ্রেমে দেখা যাবে দুই তারকাকে। যদি এর আগেও সৃজিতের   'জুলফিকার  ' ছবিতে কাজ করছিলেন দেব-প্রসেনজিৎ। তবে সেটা মাল্টিস্টারার ছবি ছিল। এই প্রথম পরিচালক পথিকৃৎ বসুর  ছবিতে একফ্রেমে কাছাকাছি এলেন দেব-প্রসেনজিৎ। ছবির পোস্টার দেখা যাচ্ছে, রেললাইনের উপর বসে রয়েছেন (Dev) দেব ও প্রসেনজিৎ। দুজনকেই ঘিরে রয়েছে গভীর ভাবনা। উল্টো দিক থেকে ছুটে আসছে ট্রেন। কিন্তু সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই দুজনেরই। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিতে প্রসেনজিৎ এবং দেব  ছাড়াও থাকছেন ইশা সাহা। একদিকে ছবি অন্যদিকে আবার  রাজনৈতিক দায়িত্ব, দুটোই সমানতালে পালন করছেন টলিউডের সুপার হিরো দেব।  এর আগে গরমকালে মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু করোনার জন্য তা পিছিয়ে যায়। গ্রীষ্মের পরিবর্তে পুজোর সময় মুক্তি পেতে চলেছে এই ছবি। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury