ষাটের দশকের সাজপোশাকে 'ট্যুইস্ট' করে দেখালেন নীল, 'সৌদামিনীর সংসার'-র অভিনেতা হলেন ভাইরাল

Published : Sep 26, 2020, 10:09 PM ISTUpdated : Sep 26, 2020, 10:15 PM IST
ষাটের দশকের সাজপোশাকে 'ট্যুইস্ট' করে দেখালেন নীল, 'সৌদামিনীর সংসার'-র অভিনেতা হলেন ভাইরাল

সংক্ষিপ্ত

'সৌদামিনীর সংসার'-এ ঘটেছে ভোলবদল ষাটের দশকে চলে গিয়েছে অভিনেতা অভিনেত্রীরা সেই ঝলক নিয়ে প্রকাশ্যে এলেন অভিনেতা নীল চট্টোপাধ্যায় তাঁর বিহাইন্ড দ্যা সিনস ভিডিও এখন রীতিমত ভাইরাল

ধারাবাহিক হোক বা ছবি, সকলেরই উৎসাহ এবং কৌতূহল থাকে বিহাইন্ড দ্য সিনস নিয়ে। অভিনয়, সেট, লাইট, ক্যামেরার, অ্যাকশনের পিছনেও কী কী হয় জানতে চায় অসংখ্য দর্শক। সেই কৌতূহল এবার খানিক মেটালেন 'সৌদামিনীর সংসার' এবং 'ক্ষীরের পুতুল'-এর অভিনেতা নীল চট্টোপাধ্যায়। বিহাইন্ড দ্য সিনস-এর ভিডিও নিয়ে প্রকাশ্যে এলেন তিনি। ভিডিওটি বেশ মজাদার বলেই দাবি করছে দর্শকমহল। 

আরও পড়ুনঃমাধুরীর পর এবার ঐশ্বর্যকে টেক্কা মনামীর, 'মন মোহিনী' হয়ে উঠলেন টলি সুন্দরী

আরও এক টেলি অভিনেতা এবং 'সৌদামিনীর সংসার'র আরও এক চরিত্রে অভিনয় করা অধীরাজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি নাচের ভিডিও পোস্ট করেন নীল। ষাটের দশকের মত সাজগোজ চলছে এখন এই ধারাবাহিকের। সেই সাজপোশাকেই পুরনো দিনের ডান্স স্টাইলে নিজের প্রতিভা দেখালেন নীল। 

আরও পড়ুনঃ'অশালীন' পোশাক পরেছেন অদ্রিজা, এই ভুল ভাবনায় বিতর্ক নেটদুনিয়ায়

আরও পড়ুনঃকলকাতা নাইট রাইডার্সের ডাই হার্ড ফ্যান নীল, তবুও এই দলকে সমর্থন করলেন আবেগের বসে

নীল যে এত ভাল নাচতেও পারেন তা অনেকের কাছেই অজানা ছিল। এই লুকিয়ে থাকা প্রতিভা প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরছে সোশ্যাল মিডিয়া। ষাটের দশকের ট্যুইস্ট স্টাইলে নেচে দেখালেন অধীরাজ এবং নীল। মেকআপ রুমে ইংরেজি গান চালিয়ে এই নাচটি করে দেখালেন তাঁরা। ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে এই ভিডিও। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার