এই অভিনেতাই দুর্বল করেছে দেবলীনার মন, ছবি প্রকাশ করে জানালেন মনের কথা

Published : Sep 26, 2020, 09:36 PM IST
এই অভিনেতাই দুর্বল করেছে দেবলীনার মন, ছবি প্রকাশ করে জানালেন মনের কথা

সংক্ষিপ্ত

একমাত্র এই অভিনেতাই দুর্বল করেছে দেবলীনার মন সেই অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠতায় মজেছেন তিনি ছবি প্রকাশ্যে আনতেই চড়ল পারদের তাপমাত্রা তাঁদের মাখোমাখো রসায়নে ঘাম ঝড়বে আপনারও

আট থেকে আশির মন দুর্বল করেন দেবলীনা কুমার। কিন্তু দেবলীনার মন দুর্বল করার ক্ষমতা একজনেরই। তিনি হলেন একজন অভিনেতা। সেই অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠতায় মজে ছবি পোস্ট করলেন তিনি। তিনি আর কেউ নন, তাঁরই প্রেমিক গৌরব চট্টোপাধ্যায়। লকডাউনের সময়ও তাঁদের প্রেম ছিল জমজমাট। লকডাউন উঠে যেতেও তাঁদের প্রেমালাপে আসেনি কোনও সমস্যা। দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়ের ভালবাসায় অনুপ্ররণা পায় একাধিক নেটিজেন। লকডাউনে যেখানে একাধিক সম্পর্কে ভাঙন ধরেছে সেখানে তাঁদের সম্পর্ক হয়ে উঠেছে আরও অটুট। সেই অটুট সম্পর্কের নিদর্শন রইল তাঁদের ঘনিষ্ঠতায়। রেস্তোরাঁর মাঝেই ঘনিষ্ঠতায় মজেছিলেন সেলেব জুটি। দিন কতক আগে একটি ফোটোশ্যুটের ভিডিও পোস্ট করেছিলেন দেবলীনা। 

আরও পড়ুনঃশ্যুটিংয়ের ফাঁকে নিজের ভ্যানিটি ভ্যানে ড্রাগস নিতেন সুশান্ত, জেরায় মুখ খুললেন সারা-শ্রদ্ধা

যেখানে তাঁদের রসায়নে ঘাম ঝড়ছে সকলের। সিলভার রঙের একটি হাই থাই স্লিট গাউন পরেছিলেন দেবলীনা। অন্যদিকে স্যুট বুট পরে দেখা গেল গৌরবকে। একেবারে এলিট ক্লাসে শ্যুট হয়েছে তাঁদের। প্রসঙ্গত, করোনা আবহের মাঝেই বহুবার ডেটেও বেরিয়েছিলেন তাঁরা। মাস্ক, গ্লাভস, সমস্ত নিয়মাবলী মেনে করোনার বাজারে ডেটে বেরিয়েছিলেনন দু'জন। সাইকেলে চেপে দু'জন বেরিয়ে পড়েছিলেন ডেট সারতে। ভিক্টোরিয়ার সামনে সেলফি তুলে পোস্ট করেন দেবলীনা। নিমেষের মধ্যে ভাইরাল হন সেলেব জুটি। লকডাউনের বিনোদনের সুরাহা ছিল দেবলীনা কুমারের ইনস্টাগ্রাম। এখনও তাই আছে। 

আরও পড়ুনঃ'অশালীন' পোশাক পরেছেন অদ্রিজা, এই ভুল ভাবনায় বিতর্ক নেটদুনিয়ায়

আরও পড়ুনঃকলকাতা নাইট রাইডার্সের ডাই হার্ড ফ্যান নীল, তবুও এই দলকে সমর্থন করলেন আবেগের বসে

লকডাউনের সময় এবং লকডাউনের পরও দেবলীনার নানা পোস্টে মনোরঞ্জন খুঁজে পেয়েছে নেটিজেনরা। তাঁর ফিটনেসের পোস্টগুলিও দ্রুতগতিতে ভাইরাল হয় নেটদুনিয়ায়। লকডাউন চলাকালীন জিমে যেতে না পারেননি, তবুও নিয়মিত ওয়ার্ক আউট করে গিয়েছেন বাড়িতেই। ওয়ার্ক আউটেরই ফল হল টোনড ব্যাক। কখনও ওয়েস্টার্ন ব্যাকলেস পোশাকে। তো কখনও শাড়ির ব্লাউজের খোলা পিঠে নজর কেড়েছেন দেবলীনা। নেটিজেনের অবশ্য তাঁকে বেশি পছন্দ শাড়িতেই। কারণ তাঁদের মতে শাড়ির ওই ব্যাকলেস ব্লাউজেই বেশি মানায় দেবলীনাকে।

PREV
click me!

Recommended Stories

'মিথ্যা বলছে ঋতিকায়' ফের বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী! কী বললেন তিনি?
"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা