বাতাসে আদর বনলতাকে, মুঠোফোনেই জন্মদিনের উপহার পাঠালেন কৌশিক পুত্র উজান

 

  • ১৮ মে  উজানের বনলতার জন্মদিন ছিল
  • প্রতিবছরের মতো এইবছর জন্মদিনটা একটু আলাদা
  • ফেসবুকে নিজের সমস্ত ভালবাসা উজার করে দিয়েছেন কৌশিক পুত্র
  • বাতাসে ঝড়ের মধ্য দিয়ে তাকে আদরও পাঠিয়েছেন উজান

উজান গঙ্গোপাধ্যায়। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সুপুত্র তিনি।  গতকাল অর্থাৎ ১৮ মে তার বনলতার জন্মদিন ছিল। তবে সেই বনলতা যে তার মনে আষ্ঠেপৃষ্ঠে রয়েছে, তা ছবিতেই স্পষ্ট। বনলতার আসল নাম সহেলি চট্টোপাধ্যায়।  তবে বনলতা শুধুই বন্ধু না তার চাইতে অনেকটা বেশি,উজানের ঠিক কতটা কাছের তা কিন্তু পরিষ্কার নয়।

আরও পড়ুন-কুড়ি ফোটা লাল গোলাপেই ফুটে উঠেছে প্রেমের গভীরতা , উজার ভালবাসা 'মাই লাভ' কে...

Latest Videos

প্রতিবছরের মতো এইবছর জন্মদিনটা একটু আলাদা। লকডাউনের কারণে সকলের ঘরবন্দি। আর ভার্চুয়াল দুনিয়াতেই এইবার জন্মদিনটা পালন করেছে উজানা। খুব আড়ম্বর না থাকলেও সাদামাটা আর্টেই নজর কেড়েছেন উজান। সম্প্রতি নিজের ফেসবুকে নিজের সমস্ত ভালবাসা উজার করে দিয়েছেন কৌশিক পুত্র। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হাওয়ায়, বাতাসে ঝড়ের মধ্য দিয়ে তাকে আদরও পাঠিয়েছেন। দেখে নিন পোস্টটি।

 

মেঘলা দুপুরে 8B বাস স্ট্যান্ড থেকে বেঙ্গল ল্যাম্প অবধি হাটা যতটা মিস করছি, ততটাই মিস করছি পাড়ার সরু গলি থেকে বেড়িয়ে...

Posted by Ujaan Ganguly on Monday, May 18, 2020

 

আরও পড়ুন-বাবার বিরুদ্ধে গিয়ে মিউজক ভিডিওর প্রস্তাবে রাজি হন শেফালি, মুহূর্তে জনপ্রিয় 'কাঁটা লাগা গার্ল'...

প্রত্যেক বছরের মতো এবার আর বনলতার সঙ্গে হাঁটা হয়নি উজানের।  মুঠোফোনেই জন্মদিন শুভেচ্ছা জানিয়ে উজান ছবির ক্যাপশনে লিখেছে, 'মেঘলা দুপুরে এইট বি বাস স্ট্যান্ড থেকে বেঙ্গল ল্যাম্প অবধি হাটা যতটা মিস করছি, ততটাই মিস করছি পাড়ার সরু গলি থেকে বেড়িয়ে ডানদিকের এডুকেশন পেপার সেন্টার থেকে টুবি, ফোরবি, সিক্সবি পেন্সিল কেনা। প্রত্যেক বছরের ১৮ মে-এর রিচুয়াল  এইবার ভাঙতেই হলো। তাই আজ, জন্মদিনের উপহারটি এঁকেছি ফোনেই। আর যাকে আঁকলাম, তার ব্যাপারে নতুন করে কিছু বলার দরকার নেই। শুভ জন্মদিন সহেলি চ্যাটার্জি। বন্ধু, বান্ধবী, বনলতা, তোমার জন্য অনন্ত ভালোবাসা রইলো। আদর পাঠালাম হাওয়ায়, ঝড়ে, বাতাসে। 'জানাতে যত চাই কথায়, হারায় ততই মানে। আর বলাই বাহুল্য, বাকিটা ব্যক্তিগত!' 

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya