তুহিনা এবার শান্তিলালের মেয়ের চরিত্রে, নতুন ছবি অপরাজিতা নিয়ে আর কি বললেন পরিচালক রোহন সেন


বড়পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে অপরাজিতা। একঘেয়ে গল্প, রোম্যান্স থেকে একটু অন্য স্বাদের গল্প বলবে অপরাজিতা। বাবার সঙ্গে মেয়ের টানাপোড়েনের সম্পর্কের গল্প দেখানো হবে অপরাজিতায়। শেষমেশ বাবা ও মেয়ের সম্পর্কের পরিণতি  ঠিক কোনদিকে এগোবে, এই নিয়েই ছবির গল্প। 
 

একাধিক বাংলা সিনেমা আসতে চলেছে একইসঙ্গে। লকডাউনে বেশ কিছুদিন বন্ধ ছিল সমস্ত শুটিংয়ের কাজ । এমনকী ধারাবাহিকেও দীর্ঘদিন ধরে চলেছে শুট ফ্রম হোম চলেছে দীর্ঘদিন । যার জেরে খানিকটা মুখ থুবড়ে পড়েছে বেশ কিছু ধারাবাহিক। আর্টিস্ট ফোরাম, ফেডারেশনের তর্জা সব মিলিয়ে একের পর এক শুটিংয়ে বাধা। ফের জট কাটিয়ে নতুন করে শুরু হয়েছে সিরিয়াল-সিনেমার শুটিং। লকডাউনে ওটিট প্ল্যাটফর্মে বেশ খানিকটা মাথাচাড়া দিয়ে উঠেছে। তার দৌলতে প্রচুর সিনেমা মুক্তি পাচ্ছে।

 

আরও পড়ুন-পুলিশের হাত এল 'পর্নোগ্রাফি'র পান্ডা রাজের হোয়াটসঅ্যাপ চ্যাট, খোঁজ মিলল পর্ন শুটের বাংলোর

আরও পড়ুন-'পর্নোগ্রাফি'র মূল পান্ডা শিল্পার স্বামী রাজ, কীভাবে চালাতেন নীল ছবির গোপন চক্র, প্রকাশ্যে এল সত্য

আরও পড়ুন-আন্ডারওয়ার্ল্ড যোগ থেকে ম্যাচ ফিক্সিং, বাদ গেল না 'পর্নোগ্রাফি', বিতর্কে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা

 

বড়পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে অপরাজিতা। একঘেয়ে গল্প, রোম্যান্স থেকে একটু অন্য স্বাদের গল্প বলবে অপরাজিতা। বাবার সঙ্গে মেয়ের টানাপোড়েনের সম্পর্কের গল্প দেখানো হবে অপরাজিতায়। যেখানে একই বাড়িতে থেকেও বাবা ও মেয়ে একে অপরের সঙ্গে কথা বলে না।

 

 

 

কোথাও না কোথাও তাদের দুজনের মধ্যেই ইগো কাজ করে এবং তার পেছনেও রয়েছে যুক্তিসঙ্গত কিছু কারণ। তবে দুজনের মধ্যে যে একদমই যোগাযোগ নেই তা বললে ভুল। যোগাযোগের মাধ্যম হিসেবে রয়েছে শুধুমাত্র একটি ডায়েরি, যার মাধ্যমে বাবা ও মেয়ের যোগাযোগ রয়েছে। যদিও আগে এই ডায়েরির প্রচলন থাকলেও আজকাল এই চল প্রায় অবলুপ্ত। 

 

 

অপরাজিতা একজন স্বাধীনচেতা মহিলা। যিনি একটি কর্পোরেট কোম্পানিতে কাজ করে । এবং খুব স্বাভাবিক ভাবেই অন্যদের মতো তারও একজন বয়ফ্রেন্ড আছ। যার নাম সাহেব। নিজের মনের মানুষ সাহেবের কাছে সে তার রাগ , দুঃখ , অভিমান দেখাতে পারে। অপরাজিতার বড় দিদি ইউএসএ-তে থাকেন।

 

 

অপরাজিতার প্রেমিক ও তার দিদি হাজার চেষ্টা করেও  বাবা ও মেয়ের সম্পর্ক ঠিক করতে পারেনা। ছবিতে অপরাজিতার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী তুহিনা দাস। এবং বাবার চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়কে। অপরাজিতার প্রেমিকের চরিত্রে দেখা যাবে দেবতনুকে। এবংপারিবারিক ডাক্তারের চরিত্রে দেখা যাবে রানা বসু ঠাকুরকে। এবং দিদির চরিত্রে দেখা যাবে অমৃতা দে-কে।

 

 

অপরাজিতার পারিবারিক ডাক্তারও এই প্রজন্মের সামাজিক আর পারস্পরিক দূরত্বের বিষয়টি তুলে ধরবেন সকলের সামনে। কিন্তু গল্প যত এগোয় ততই যেন বাবা-মেয়ের সম্পর্ক জটিল হয়ে উঠতে থাকে।পরিচালক রোহান সেনের এই ছবিতে হৃদয়স্পর্শী কাহিনি তুলে ধরা হয়েছে, যা বাস্তবেও অনেকের জীবনে ঘটে থাকে। তবে শেষমেশ বাবা ও মেয়ের সম্পর্কের পরিণতি  ঠিক কোনদিকে এগোবে, এই নিয়েই ছবির গল্প। 
 

Share this article
click me!

Latest Videos

Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে
পড়ুয়াকে Bangladeshi বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য Nadia-র Kalyani-তে
LIVE: স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে একহাত নিলেন Suvendu Adhikari! দেখুন সরাসরি
Live: স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপি, দেখুন সরাসরি
RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy