'এই রাত তোমার আমার', বৌভাতের পর 'Dhinchak'সঙ্গীত নাইটে ফ্লোর কাঁপালেন বর-কনে

  •  রিসেপশনের পরেই জমিয়ে হল সঙ্গীতের অনুষ্ঠান
  • সঙ্গীত নাইটের সেই জমকালো অনুষ্ঠানের চমক শেয়ার করেছেন দেবলীনা
  •  ক্যালকাটা বোটিং রিসর্টে ধুমধাম করে পালিত হল সঙ্গীতের গ্র্যান্ড সেলিব্রেশন
  • এই রাত তোমার আমার-এর তালে কোমর দোলানেন নবদম্পতি

দীর্ঘ তিন বছরের প্রেম পূর্ণতা পেল। অবশেষে চার হাত এক হলো। করোনা আবহের মধ্যেই ৯ ডিসেম্বর বৈদিক রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েছেন গৌরব-দেবলীনা। টলিউডে বহু প্রতীক্ষিত বিয়ের আসরও বসেছে ঘনিষ্ঠ লোকজনের উপস্থিতিতে।  দ্বিতীয়বার ছাদনাতলায় উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। বৈদিক রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েছেন গৌরব-দেবলীনা।  নতুন জীবন শুরু করলেন গৌরব-দেবলীনা।  উত্তম কুমারের নাতির বিয়ে বলে কথা, আর তাতে ট্যুইস্ট থাকবে না তা আবার নয় নাকি। নয়া চমক মতোই বিয়ের আগে সঙ্গীত নয়, বরং রিসেপশনের পরেই জমিয়ে হল সঙ্গীতের অনুষ্ঠান। গত রবিবার টালিগঞ্জের 'ক্যালকাটা বোটিং রিসর্টে' ধুমধাম করে পালিত হল সঙ্গীতের গ্র্যান্ড সেলিব্রেশন।

 

Latest Videos

 

থামছে না দেবলীনা গৌরবের বিয়ের সেলিব্রেশন। সম্প্রতি সঙ্গীত নাইটের সেই জমকালো অনুষ্ঠানের চমক শেয়ার করেছেন দেবলীনা। মহানায়িকার দ্বীপ জ্বেলে যাই ছবির বিখ্যাত গান 'এই রাত তোমার আমার'-এর তালে কোমর দোলানেন নবদম্পতি। বউয়ের শেখানো স্টেপে জমে উঠল নাচের আসর, দেখুন ভিডিওতে।

 

 

সঙ্গীত নাইটে নাচে গান জমিয়ে দিলেন নবদম্পত্তি গৌরব-দেবলীনা।  বিয়ের দিন লাল বেনারসি, সোনার গয়নাতেই সকলের নজর কেড়েছিলেন রাঙা বউ দেবলীনা কুমার। অন্যদিকে রাজবেশে মধুরবাবু। পরণে  সাদা ধুতি-পাঞ্জাবি বাঙালির ট্র্যাডিশনাল লুকেই নজর কেড়েছিলেন গৌরব। মহানায়ক উত্তম কুমারের পছন্দ বেনারসি শাড়ি। তাই শাশুড়ি মায়ের ইচ্ছাতেই বিয়ের পাশাপাশি বৌভাতের দিনও বেনারসি শাড়িতে সেজেছিলেন দেবলীনা কুমার। বিয়ে ও  রিসেপশনে বেনারসি পরলেও সঙ্গীত নাইটে পুরোপুরি অন্যলুকে দেখা গিয়েছে নতুন কনেকে। ফ্লোরাল প্রিন্টেড লেহেঙ্গাতেই তাক লাগিয়েছেন নববধূ। গৌরবকেও ইন্দোওয়েস্টার্ন পোশাকে স্টানিং লুকে দেখা গিয়েছে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র