'আলো ছায়া' ছায়া একেবারে পাক্কা 'দিদি', কত পয়েন্ট পেয়ে জিতেছিলেন রিয়্যালিটি শো-তে

Published : Sep 20, 2020, 11:54 PM ISTUpdated : Sep 21, 2020, 06:11 AM IST
'আলো ছায়া' ছায়া একেবারে পাক্কা 'দিদি', কত পয়েন্ট পেয়ে জিতেছিলেন রিয়্যালিটি শো-তে

সংক্ষিপ্ত

দিদি নং ১-এর শোভা বাড়াতে উপস্থিত ছিলেন 'ছায়া' আলো ছায়ার নায়িকা ঐন্দ্রিলা বসু জিতলেন এই পর্বে নিজেকে একেবারে পাক্কা 'দিদি' প্রমাণ করলেন অভিনেত্রী শুভেচ্ছায় ভরছে সোশ্যাল মিডিয়া

লকডাউন এবং করোনা আবহের জেরে দিদি নম্বর ১ বন্ধ হয়ে যেতেই হতাশ হয়ে পড়েছিল অসংখ্য বাঙালি দর্শক। দিদি নম্বর ১-এ কেবল যে বাঙালি দর্শকদের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে তাই নয়। বাংলা না বুঝতে পারলেও একাধিক অবাঙালি ভক্তরাও রয়েছে যারা দিদি নম্বর ১ নিয়মিত দেখেন। তবে লকডাউনের কারণে মাস খানেক বন্ধই ছিল অনুষ্ঠানটি। 

আরও পড়ুনঃপর পর দু'টি খুশির খবর পাড়লেন মিমি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও

লকডাউনের রেশ কাটিয়ে ফের শুরু হয়েছে দিদি ন ১। ফের শুরু হওয়ায় এখন আনন্দে আত্মহারা সকলেই। রচনা বন্দ্যোপাধ্যায় ফের হাজির হয়েছেন নিত্যনতুন খেলা নিয়ে। সঙ্গে রয়েছেন বাংলার বিভিন্ন কোণা থেকে আসা দিদিরা। সপ্তাহ দুয়েকের স্পেশ্যাল পর্বে ছিল নতুন চমক। টলিউডের নায়িকাদের নিয়েই সাজানো হয়েছে এবারের পর্ব। সম্প্রতি দশ বছর সম্পন্ন করতে চলেছে দিদি নং ১। টলিউড, বাংলা টেলিভিশনের তারকাদের নিয়েই জমজমাটি পর্ব। 

আরও পড়ুনঃএকান্তে কাকে খুঁজছেন মনামী, প্রকাশ পেল অভিনেত্রীর মিষ্টি হাসিতে

আর পড়ুনঃকেকেআর-এর সমর্থনে ঋতাভরী, আইপিএলে বাড়ল গ্ল্যামারের ডোজ

ঐন্দ্রিলা বসু, রূপসা মুখোপাধ্যায়, সংহশ্রী সিনহা মিত্র সহ বিশেষ পর্বে ছিলেন সোমাশ্রী ভট্টাচার্য। অবশেষে জিতেছিলেন ঐন্দ্রিলা। ১০৫ পয়েন্ট পেয়েছিলেন তিনি। যার জেরে এখনও প্রশংসায় ভরে চলেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সমস্ত খেলায় এসেছে বদল। সামাজিক দূরত্ব মেনেই পরিকল্পিত হয়েছে খেলাগুলি। এছাড়াও সমস্ত নিয়মাবলী মেনেই শুরু হয়েছে রিয়ালিটি শো-টির শ্যুটিং। ফ্লোরে সীমিত করে দেওয়া হয়েছে কুশিলবদের সংখ্যা।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার