রিনি চক্রান্তে কি তবে বাড়ি ছাড়বে উর্মী, তবে কি ভাঙবে সাত্যকির সংসার

আরও একবার প্রমাণ হয়ে গেল, যা থেকে স্পষ্ট যে রিনি শোধরাবার পাত্রী নয়, আর তাই এবার দেরি না করে উর্মি নিজেই রিনিকে বার করে দিল বাড়ি থেকে।

জি বাংলার সিরিয়াল (Zee Bangla Serial) এই পথ যদি না শেষ হয় (Ei Poth Jodi Na sesh Hoe), এক কথায় বলতে গেলে সকলের বেশ পছন্দের, কারণ একটাই, উর্মি ও সাত্যকির সহজ সরল কেমিষ্ট্রি। তবে মাঝে মধ্যেই পরিবারে নানান সমস্যা দেখা যায়, যা উর্মির বুদ্ধতে অনায়াসে কাটিয়ে ওঠা সম্ভবপর হয়, তবে সেই ছোটখাটো অশান্তির আঁচ কখনও বাইরে থেকে বোঝা যায়নি। এবার ঠিক তেমনটাই ঘটল এই পরিবারে, যা কল্পনাতেও ভাবতে পারেনি কখনও উর্মির পরিবারের সদস্যরা। ট্যাক্সি চালিয়ে সৎভাবে বেঁচে থআকার সংজ্ঞাটা খুব ভালো করেই জানা রয়েছে সাত্যকির, কিন্তু কোথাও গয়ে যেন সেই সহজ বিষয়টাই মাঝে কঠিন হয়ে উঠল। সাত্যকির বিরুদ্ধে এলো শ্লীলতাহানির অভিযোগ, মুহূর্তে থানা থেকে তাঁকে ডেকে আনা হয়, সেখানেই হাজির পুরো পরিবার, মেয়েটির মুখে সবটা শুনে কান্নায় ভেঙে পড়ে উর্মি, তবে চক্রান্তে পড়তে দেয়নি সে সাত্যকি বাবুকে। নিজেই উকিল হয়ে মাঠে নেমে প্রমাণ করেছে সাত্যকি নির্দোষ। 

তবে প্রশ্ন একটাই সাক্ষী দেওয়ার শর্ত হিসেবে রিনি চেয়েছিল উর্মী যাতে বাড়ি ছেড়ে চলে যায়। তেমনটাই প্রোমোতে দেখা যায় করছে উর্মী। কিন্তু সত্যি কি সংসার ভাঙবে! না ফিরে এসে উর্মী প্রতিশোধ নেবে! সকলের সামনে রিনির আসল চেহারাটা বার করে দেবে, যে উর্মীকে বাড়ি থেকে বের করে দেওয়ার পেছনে ছিল সে!

Latest Videos

আরও পড়ুন- Padma Shree Sonu Nigam : পদ্মশ্রী পেলেন সোনু নিগম, শিল্পকলায় অবদানের জন্য

আরও পড়ুন- REPUBLIC DAY 2022 : অমিতাভ থেকে কঙ্গনা, ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বলি তারকাদের

আরও পড়ুন- Monami Ghosh : 'সামি সামি' গানে ঝড় তুললেন মনামী, কোমরের ঠুমকায় শিহরণ

তখনই উর্মির মনে পড়ে যায় সাত্যকিবাবুর কথা, তিনি কোনও দিন তাঁদের মধ্যে তৃতীয় ব্যক্তিকে আসতে দেবে না, এমনটাই সাফ জানিয়েছিল সাত্যকি। মাত্র ৫ মাসে দর্শক মনে জায়গা করে হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়। দুষ্টু মিষ্টি চরিত্রের উর্মি এবং মধ্যবিত্ত পরিবারের সাধারণ ছেলে সাত্যকি ইতিমধ্যেই সাড়া ফেলতে শুরু করেছে।  এই পথ যদি না শেষ হয় (Ei Poth Jodi Na sesh Hoe) ধারাবাহিকে (Bengali Serials) এবার নয়া মোড়। একের পর এক চমকে ছিল নজরে উর্মির হানিমুন। বেশ কিছুদিন ধরেই উর্মি ও সাত্যকির জীবনে একাধিক ঝড় বয়ে গিয়েছে। বিয়ের পর মিষ্টি প্রেমের গল্পের মাঝে একাধিকবার সমস্যা সৃষ্টি করেছে রিনি। যদিও প্রতিবার বুদ্ধির জোরে উর্মি পরিস্থিতি সামাল দিয়ে বাড়ির সকলের কাছে হয়ে উঠেছে প্রিয়। তবে এবার সমস্যা বেশ জটিল, এখন দেখার কীভাবে উর্মি সবটা সামাল দেয়। 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today