কেউ বিকিনি তো কেউ শর্টস, সুইমিংপুলে জলকেলিতে মত্ত 'গাঁটছড়া' টিম, ভিডিও সুপার ভাইরাল

Published : Aug 12, 2022, 01:57 PM IST
কেউ বিকিনি তো কেউ শর্টস, সুইমিংপুলে জলকেলিতে মত্ত 'গাঁটছড়া' টিম, ভিডিও সুপার ভাইরাল

সংক্ষিপ্ত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক রিল ভিডিও শেয়ার করেই চলেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সেখানেই তাদের অফস্ক্রিন সম্পর্ক ফুটে উঠেছে। আপাতত গোপালপুরের বিলাসবহুল রিসর্টেই দাঁপিয়ে বেড়াচ্ছেন সকলে। সুইমিংপুলের নীল জলে রীতিমতো জলকেলিতে মত্ত চার তারকা। কেউ বিকিনি পরেছেন কেউ পরেছেন শর্টল  তারকাদের গা ভেজানো শরীরের ছবিই নেটদুনিয়ার হটকেক। 

এককথায় বলতে গেলে ধারাবাহিকে শুরু হয়েছে জমজমাট টক্কর। শুরু থেকেই টিআরপি তালিকায় রাজত্ব জমিয়েছে 'গাটছড়া'। ঋদ্ধি ও খড়ির খুনসুটিতে মজেছে বাংলার দর্শকরা। অনস্ক্রিন সম্পর্ক কি অফস্ক্রিনেও এক, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। আসলে 'গাটছড়া' টিমের আসল সম্পর্কটা দেখলে অনেকেই ঈর্ষান্বিত হতে পারেন। আপাতত মধুচন্দ্রিমার শ্যুটিং করতে কলকাতা ছেড়েছেন গোটা টিম। কলকাতা থেকে খানিক দূরে গোপালপুরে শুটিং করছেন 'গাটছড়া' টিম। গাটছড়া টিমের প্রধান চরিত্র গৌরব চট্টোপাধ্যায়,শোলাঙ্কি রায়, শ্রীমা ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায় এই মুহূর্তে শুধু শুটিং নয় বরং শুটিংয়ের ফাঁকে হুল্লোড় করে বেড়াচ্ছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক রিল ভিডিও শেয়ার করেই চলেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সেখানেই তাদের অফস্ক্রিন সম্পর্ক ফুটে উঠেছে। আপাতত গোপালপুরের বিলাসবহুল রিসর্টেই দাঁপিয়ে বেড়াচ্ছেন সকলে। সুইমিংপুলের নীল জলে রীতিমতো জলকেলিতে মত্ত চার তারকা। কেউ বিকিনি পরেছেন কেউ পরেছেন শর্টল  তারকাদের গা ভেজানো শরীরের ছবিই নেটদুনিয়ার হটকেক। 

 

 

সুইমিং সাঁতার কাটার ভিডিও নজর এড়াল না নেটিজেদের।  পর্দায় দুষ্টু দ্যুতি দিদি খড়িকে কোলে তুলে জলে ফেলে দিল আবার দ্যুতিকে লাথি মেরে জলে ফেলে দিল রাহুল। সবমিলিয়ে মছার এই ভিডিও ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে। পর্দার তারকাদের বাস্তবের খুনসুটি দেখতে ঝাঁপিয়ে পড়েছেন ভক্তরা।

 

শুটিং চলাকালীন লাঞ্চ ব্রেকেই এমনটা করেছেন চার তারকা। নেটদুনিয়ায় বরাবরই অ্যাক্টিভ অনিন্দ্য। ভক্তদের অ্যাটেনশন ধরে রাখতে কিছু না কিছু সারাক্ষণই করে চলেছেন অভিনেতা। তাকে ঘিরে উন্মাদনার শেষ নেই ভক্তদের। শ্রীমার সঙ্গে পর্দার খুনসুটি রিল ভিডিওতেও তুলে ধরেন অভিনেতা। এছাড়া নিজেরও একাধিক মুহূর্তের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন অনিন্দ্য। শ্যুটের পর কীভাবে তিনি বিছানায় শুয়ে পড়েন সেই ভিডিও পোস্ট করে সকলের নজর কেড়েছেন অভিনেতা।

 

 

অন্যদিকে ধারাবাহিকের গল্প অনুযায়ী , ধীরে ধীরে একটু একটু করে কাছে আসছে ঋদ্ধি ও খড়ি। মান-অভিমান পালা চললেও তা যেন ভালবাসায় মোড়া। এবার তাদের মধুচন্দ্রিমায় পাঠানোর ব্যবস্থার করে দাদু ও ঠাম্মি। সঙ্গে যাবে রাহুল-দ্যুতি, এবং সদ্য় বিবাহিত নবদম্পতি বনি ও কুনাল। তবে খড়ি প্রথমে আপত্তি জানালেও পরে রাজি হয়। আপতত মধুচন্দ্রিমা নিয়ে বেজায় ব্যস্ত গাটছড়া পরিবার। তবে টিআরপি তালিকায় বেশ কয়েক সপ্তাহ ধরেই নম্বর কমছে গাটছড়া-র। একটা সময়ে প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'। তবে ঋদ্ধি-খড়ির হানিমুনই কি তুরুপের তাস, তা সময় বলবে।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে