হিমাচল ভ্রমণেই ঐন্দ্রিলা খুঁজে পেলেন 'স্বর্গ', অঙ্কুশ ব্যস্ত অ্যাডভেঞ্চার নিয়ে

  • অঙ্কুশ ও ঐন্দ্রিলার হিমাচল ডায়রিজ
  • স্নোফলের রেশ কাটিয়ে এবার কি ট্রেকিংয়ের পথে
  • হাম্পতা পাসে আনন্দে কাটছে সেলেব জুটির সময়
  • খোঁজ পেলেন 'স্বর্গের'
     

অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের ভ্রমণে নজর সাইবারবাসীর। হিমাচল প্রদেশ এখন বরফে ডুবে। সেই বরফে কখনও পাগলামি, তো কখনও ঘনিষ্ঠতায় মজে অঙ্কুশ ঐন্দ্রিলা। এই বছরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। তার আগেই প্রি হানিমুনের মতই ঘুরতে চলে গিয়েছেন হিমাচল প্রদেশে। মানালির মনোরম পরিবেশে মত্ত হয়েছেন সেলেব জুটি। কুফরিতে স্নোফলের মজা নিতে দেখা গিয়েছে তাঁদের। এবার কি তবে ট্রেকিং শুরু করতে চলেছেন তাঁরা। 

হাম্পতা পাসে পৌঁছে গিয়েছেন তাঁরা। চারিদিকে লোকে লোকারণ্য। সকলেই বরফের চাদের নিজেদের হারিয়েছে। সেখানকার ভিডিও পোস্ট করেছেন অঙ্কুশ। ঐন্দ্রিলাও একটি ছবি শেয়ার করেছেন। সেখানে হাম্পতা পাসের বিভিন্ন সিনিক বিউটি ক্যামেরায় ক্যাপচার করেছেন তাঁরা। হাম্পতা পাস ট্রেকিং পয়েন্টে ছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। বরফের অ্যাডভেঞ্চার থেকে এবার কি ট্রেকিং শুরু করতে চলেছেন দুই তারকা। খানিক কঠিন ট্রেকের মধ্যেই পড়ে হাম্পতা পাস। 

Latest Videos

আরও পড়ুনঃ'সাংসদ হয়ে মানুষের সেবা না করে মহানন্দে দুবাই ঘুরছেন', মিমিকে বিদেশভ্রমণে কটাক্ষ

 

 

সেই পয়েন্টে দাঁড়িয়ে চলেছে তাঁদের ফোটোশ্যুট। ট্রেকিংয়ের দিকে রওনা হলেন নাকি সেখানে কেবল ঘুরতে গিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি। ইতিমধ্যেই তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানালির ট্যুরিজম অ্যালবাম হয়ে দাঁড়িয়েছেন। নিত্যদিন কখনও লাইভের ভিডিও, কখনও বরফে পাগলামির ছবি, আবার হট ফোটোশ্যুট। প্রত্যেক রকমের ভ্যারাইটি পেশ করেছেন সেবে জুটি। গত বছরের শেষের কয়েকদিনের মধ্যেই এই ট্রিপ প্ল্যান করেছিলেন তাঁরা। নতুন বছরের প্রথম সপ্তাহ এখানেই কাটাচ্ছেন। কলকাতায় ফেরার ইচ্ছে প্রায় ত্যাগ করার মতই অবস্থায় চলে গিয়েছে তাঁদের। মানালির স্নোয়ি পরিবেশ ছেড়ে ফিরে আসার মন নেই কারও। 

 

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata