শ্যুটিং সেটে অনাথ অঙ্কুশ, মাথার ওপর থেকে সরে গেল ছাদ, মধ্যরাতে ভেঙে পড়লেন অভিনেতা

Published : Mar 03, 2021, 11:11 AM IST
শ্যুটিং সেটে অনাথ অঙ্কুশ, মাথার ওপর থেকে সরে গেল ছাদ, মধ্যরাতে ভেঙে পড়লেন অভিনেতা

সংক্ষিপ্ত

কাছের মানুষকে অকালে হারালেন অঙ্কুশ শ্যুটিং সেটে যিনি ছিলেন অঙ্কুশের অভিভাবক সম  চোখের জলে ভাসলেন অভিনেতা  অভিমানে আবেঘ ঘন পোস্ট 

প্রতিটা মানুষের জীবনেই এমন কিছু মানুষ থেকে যায় যাঁদের উপকার সহজে ভোলার নয়। যে মানুষ গুলোর মূল উদ্দেশ্যই হয়ে দাঁড়ায় আগলে রাখা। পরিবারে সেই ভূমিকা একশোভাগ পালন করে থাকেন মা-বাবা। কিন্তু বাড়ির বাইরে! সেখানেও এমন কিছু সম্পর্ক তৈরি হয়, যাঁদের ওপর আমরা নির্ভর করতে শুরু করি। মা-বাবার অভাবটাই যেন তাঁরা পূরণ করে দেন। 

আরও পড়ুন- ঢালাও বাঙালি পদে বলিউডে শ্যুট রুক্মিণীর, এই মুহূর্তে ভাইরাল ভিডিও

অঙ্কুশের জীবন থেকে এমনই এক ব্যক্তি হারিয়ে গেলেন চিরতরে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করলেন অঙ্কুশ। লিখলেন তাঁর কাছের বাপ্পা দার সঙ্গে কাটানো নানা মুহূর্তের কথা। যেখানে উঠে এলো তাঁদের মধ্যে থাকা শ্যুটিং সেটের সমীকরণ। অঙ্কুশকে সময় মত ওষুধ খেতে দেওয়া থেকে শুরু করে, তাঁর খেয়ার রাখা, এমন কি জলটাও খাওয়ার কথা মনে করিয়ে দিতেন তিনি। 

মঙ্গলবার মধ্যরাতে সেই মানুষটি চিরতরে অঙ্কুশকে ছেড়ে চলে যান। তাঁর মৃত্যু সংবাদ শেয়ার করে অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় লিখলেন- আজ আমার সব থেকে কাছের মানুষকে হারালাম। বাড়ির ভেতরে যেমন মা বাবা আমার খেয়াল রাখেন, ঠিক তেমনই বাড়ির বাইরে যে মানুষটা আমার খেয়াল রাখত। দশ বছরের পথ চলা ভুলব না। 

PREV
click me!

Recommended Stories

Hiran Chatterjee: ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?
বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?