ঐন্দ্রিলার ঠোঁট ঠাঁসা চুমু ভুলতে পারছেন না অঙ্কুশ, ভ্যাকেশন ট্রিপেই আটকে মন

Published : Apr 16, 2021, 11:21 AM IST
ঐন্দ্রিলার ঠোঁট ঠাঁসা চুমু ভুলতে পারছেন না অঙ্কুশ, ভ্যাকেশন ট্রিপেই আটকে মন

সংক্ষিপ্ত

ছুটির মেজাজে একগুচ্ছ রোম্যান্টিক স্মৃতি মলদ্বীপ ভ্যাকেশন ট্রিপের হ্যাংওভার ঐন্দ্রিলার সঙ্গে কাটানো মুহূর্ত ভোলার নয় ছুটটির দিন মিস করছেন অঙ্কুশ 

টলিউডের হট জুটি, এক কথায় বলতে গেলে অঙ্কুশ ও ঐন্দ্রিলার পোস্ট মুহূর্তে ভক্তদের নজর কাড়ে। দশ বছরের সম্পর্ক বলে কথা, এই সম্পর্কে যে রোম্যান্সের ছোঁয়াটা বেশ কিছুটা ভিন্নস্বাদের হতে তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে ঠিক তেমনই এক পার্ফেক্ট জুটির উদাহরণ হয়ে উঠেছে অঙ্কুশ আর ঐন্দ্রিলা। তাঁদের রিয়েল লাইফ থেকে রিল লাইফ জুটি সকলের বেশ পছন্দ। 

আরও পড়ুন- বাবার গাড়ি-বাড়ি-সম্পত্তি নয়, হাওয়াই চটিতেই নজর ছিল সলমনের, ভাইজানের কোন গোপন ফাণ্ডা ফাঁস 

 

 

 

এই জুটিই ছুটির মেজাজে কয়েকদিন আগেই পাড়ি দিয়েছিলেন মলদ্বীপে। সেখানে গিয়ে একের পর এক ছবি শেয়ার করেছিলেন ভক্তদের জন্য়। যদিও কয়েকদিনের মধ্যেই সেই ভ্যাকেশনের বেজায় বিপাকে পড়েন ঐন্দ্রিলা। শরীরে কোনও উপসর্গ না থাকলেও তিনি আক্রান্ত হয়ে পড়েন করোনাতে। মলদ্বীপেই কোয়ারেন্টাইন হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন অঙ্কুশও। তবে তারই মাঝে বেশ রোমাঞ্চকর ট্রিপের অভিজ্ঞতা নিয়ে ফিরলেন তাঁরা দেশে। 

 

 

তবে কিছুতেই যেন কাজে মন নেই। একের পর এক ছবিই যেন ভেসে আসছে চোখের সামনে। ঐন্দ্রিলার সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের ছবি শেয়ার করে তেমনই ইঙ্গিত দিলেন অঙ্কুশ। লিখলেন ভ্যাকেশন ট্রিপ মিস করার কথা। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা এই ট্রিপের স্মৃতিতেই এখন বুঁদ জুটি। মুহূর্তে ছবি নজর কাড়ল সকলের। 

PREV
click me!

Recommended Stories

Hiran Chatterjee: ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?
বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?