নববর্ষে দেবের উপহার, প্রকাশ্যে গোলন্দাজ ছবির টিজার

Published : Apr 16, 2021, 07:59 AM IST
নববর্ষে দেবের উপহার, প্রকাশ্যে গোলন্দাজ ছবির টিজার

সংক্ষিপ্ত

বহু প্রতীক্ষিত ছবির টিজার প্রকাশ্যে এলো গোলন্দাজ দেব মুহূর্তে নজর কাড়ল ছবির টিজার নববর্ষে ভক্তদের দেবের উপহার

একের পর এক ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত অভিনেতা দেব। ২০১৯-এ একাধিক ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। পাইপ লাইনে আছে আরও অনেক। এরই মাঝে প্রকাশ্যে এসেছিল অভিনেতার পরবর্তী ছবির খবর, গোলন্দাজ। বাঙালি মানেই ফুটবল প্রেমী। সেই ফুটবল পায়ে নিয়ে স্বর্নযুগের ইতিহাসের গল্পই তুলে ধরতে চলেছেন তিনি। 

তবে করোনার কোপে মাঝে করতে হয় দীর্ঘ অপেক্ষা। তবে খুব বেশ দিন নয়। বায়োপিকে মাতেছিলেন দেব। জনৈক্য ফুটবল খেলোওয়ার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনী এবার বড় পর্দায় তুলে ধরবেন দেব। ভারতের বুকে ফুটবলের আমেজ প্রথম তিনিই নিয়ে এসেছিল। অথচ সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মৃতি ফিকে হয়ে যাচ্ছে। এমনই সময় আবারও সেই মানুষটির কথা মনে করিয়ে দেবেন দেব। নববর্ষেই মুক্তি পায় ছবির টিজার।

আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে দামী ওষুধ কেনার জন্য অর্থ সাহায্য চাইলেন অজয়, হঠাৎ কী এমন ঘটল.

ছবিতে অভিনয়ে থাকছেন অনির্বাণ, দেব, ইশা সাহা, ইন্দ্রাশিষ রায়। ছবির পরিচালনাতে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। বর্তমানে নিজের চেনা ছক থেকে বেড়িয়ে এসে নয়া ঘরানার ছবি দর্শকদের উপহার দিচ্ছেন দেব। এরই মধ্যে বিগত কয়েক বছরে সম্পূর্ণ বাণিজ্যিক ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়ে নতুন স্বাদের ছবি উপহার দিচ্ছেন ভক্তদের। নিঃসন্দেহে গোলন্দাজ সেই তালিকার অন্যতম ছবি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার