বিয়ের আগেই পার্টি মুডে নীল ও তৃণা, 'Saddi Gali' চ্যালেঞ্জে Dance ফ্লোর কাঁপাল ব্যাচেলর গ্যাং

  • বিয়ের আগেই ফুল পার্টি মুডে রয়েছেন নীল ও তৃণা
  • পাঞ্জাবি ও শাড়ি পরেই বাঙালি সাজেই পুরো ফ্লোর কাঁপিয়েছেন এই জুটি
  • সাডি গলি চ্যালেঞ্জে মত্ত নীল-তৃণা জুটি
  • আগামী বছরের  ৪ ফ্রেব্রুয়ারি বসতে বলেছে বিয়ের আসর
     

রিয়েল লাইফে নয়, বরং রিল লাইফে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন 'খড়কুটো'র সৌজন্য এবং গুনগুন। শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নীলের রিয়েল লাইফ প্রেমিকা তৃনা। সকলের প্রিয় বং ক্রাশ কৃষ্ণকলির নিখিলের সঙ্গে এবার পাকাপাকিভাবে  বিয়ের পিড়িতে বসতে চলেছেন তৃণা। টলিপাড়ার কান পাতলেই জোর গুঞ্জন শোনা যাচ্ছে। বিয়ের আগেই ফুল পার্টি মুডে রয়েছেন নীল ও তৃণা।

আরও পড়ুন-মহানায়কের পছন্দ বেনারসি শাড়ি, শাশুড়ির অনুরোধেই কি বিয়ে-বৌভাতে সাবেকিয়ানায় সাজবেন দেবলীনা...

Latest Videos

সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন কৃষ্ণকলির নিখিল তথা নীল।  সেখানেই পার্টি মুডে দেখা মিলেছে এই জুটির। পাঞ্জাবি ও শাড়ি পরেই বাঙালি সাজেই পুরো ফ্লোর কাঁপিয়েছেন এই জুটি, দেখে নিন ভিডিওটি,

 

 

'সাডি গলি' চ্যালেঞ্জে মত্ত নীল-তৃণা জুটি। তবে তারা একা নন, তাদের সঙ্গে আর সকলেই এই চ্যালেঞ্জে মত্ত হয়েছেন। সকলে মিলে ফাঁটিয়ে নাচছেন একসঙ্গে। ছোটপর্দার নায়ক হিসেব নীল সব মানুষের কাছেই জনপ্রিয়। এককথায় বাঙালির বং ক্রাশ। ঠিক ততটাই দর্শকমহলে জনপ্রিয় তৃণা। ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার মিলিয়নের তালিকায়। আর মাত্র ১ লক্ষ ফলোয়ার পেলেই ১ মিলিয়নে পৌঁছে যাবেন তৃণা।

আরও পড়ুন-আলিয়াকে ছেড়ে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠতায় মজে রণবীর, তবে ইনিই কি নতুন প্রেমিকা...


 সর্বভারতীয় এক সাক্ষাৎকারে নিজেদের বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন টলিপাড়ার এই লাভবার্ডস। কোনও লুকোছুপি নয় বরং সকলকে জানিয়েই আগামী বছরের ফ্রেব্রুয়ারি মাসেই বসতে বলেছে বিয়ের আসর।ঠিক হয়ে গিয়েছে বিয়ের তারিখ থেকে ওয়েডিং ডেস্টিনেশন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ জমকালে বিবাহ আসর বসছে  সিটি ক্লাবে। তবে ভালবাসার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি হবে গ্র্যান্ড রিসেপশন। ইতিমধ্যেই হানিমুন ডেস্টিনেশনও পাকা হয়ে গিয়েছে। গ্রীসেই মধুচন্দ্রিমায় যাবেন এই জুটি। রিয়েল লাইফ পার্টনার নীল ভট্টাচার্যর সঙ্গে খুনসুটিতে সর্বদাই ব্যস্ত থাকেন তৃণা। কখনও রিল কখনও রিয়েল একের পর এক ভিডিওতে বাজিমাত করছে এই যুগল।

Share this article
click me!

Latest Videos

২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari