মহানায়কের পছন্দ বেনারসি শাড়ি, শাশুড়ির অনুরোধেই কি বিয়ে-বৌভাতে সাবেকিয়ানায় সাজবেন দেবলীনা
First Published Nov 26, 2020, 10:44 AM IST
ছাদনাতলায় উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। টলিউডে বহু প্রতীক্ষিত বিয়ের আসরও বসতে চলেছে খুব শীঘ্রই। শুরু হয়েছে বিয়ের তোড়জোড়। তিন বছরের প্রেম পরিণতি পেতে চলেছে এই বছরই। আগামী ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন গৌরব-দেবলীনা। একদিকে শুটিং, তার মধ্যেই চলছে বিয়ের প্রস্তুতি। জীবনের এই বিশেষ দিনে কেমন করে সাজবেন অভিনেত্রী দেবলীনা জানলে চমকে যাবেন।

লকডাউনের মধ্যে গৌরব ও দেবলীনার বিয়ের খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। এবার পাকাপাকি ভাবেই শিলমোহর পড়তে চলেছে। আগামী মাসের ৯ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়।

একদিকে চলছে শুটিং, তার মধ্যেই বিয়ের প্রস্তুতি। শুটিংয়ের ফাঁকেই চলছে বিশেষ দিনের প্ল্যানিং। দুলহানিয়ার সাজে সাজতে প্রস্তুত টলিপাড়ার রঙ্গবতী গার্ল।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন