আলিয়াকে ছেড়ে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠতায় মজে রণবীর, তবে ইনিই কি নতুন প্রেমিকা
First Published Nov 26, 2020, 9:15 AM IST
বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যেই নাকি বিয়ের তোড়জোড়ও শুরু করে দিয়েছে কাপুর পরিবার। এরই মধ্যে আলিয়াকে বেমালুম ভুলে গিয়ে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠতায় মত্ত রণবীর কাপুর। কথা শুনে অবাক হলেও এটাই সত্যি। আপাতত শান্তির খুঁজতে একাই ভ্যাকেশনে গিয়ে অন্য এক নারীর সঙ্গে তাকে দেখা গিয়েছে দুবাইতে। রণবীর নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন। তারপর থেকেই বাড়ছে জল্পনা।

করোনা পরিস্থিতি কাটতে না কাটতেই সকলের বেরিয়ে পড়েছেন ভ্যাকশনে। কেউ মলদ্বীপ তো কেউ দুবাই। সকলের মতোন ঠিক তেমনই ভ্যাকশনে গিয়ে দুবাইতে নিজের মতো করে সময় কাটাচ্ছেন রণবীর সিং। তবে একাই গিয়েছেন তিনি।

আলিয়াকে ছেড়ে একা ভ্যাকেশন। এটা শুনলেই যেন কেমন লাগে। তবে ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক থাকাকালীনও একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল তাদের।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন