ফের বিচ্ছেদের সুর, কথা বন্ধ হল বনি-কৌশানির, তবে কি ব্রেকআপ হয়ে গেল লাভবার্ডসের ?

টলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। রণজয় বিষ্ণুর ও সোহিনী সরকারের ব্রেক আপের চর্চার মধ্যেই টলিপাড়ার অন্দরে কান পাতলেই বনি-কৌশানির বিচ্ছেদের খবর নিয়ে জোর চর্চা শোনা যাচ্ছে। সময়টা যেন মোটেই ভাল যাচ্ছে না  টলিউডের। আবারও মন খারাপের খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। একের পর এক বিচ্ছেদের খবর যেন নাড়িয়ে দিচ্ছে টলিপাড়াকে।  টলিউডের অন্যতম বহুল চর্চিত জুটি বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। লুকোছাপা, রাখঢাক এসব মোটেই পছন্দ নয় বরং খুল্লামখুল্লা প্রেমেই মজেছেন বনি ও কৌশানি।  নিজেদের প্রেমের কথা কোনওদিনই গোপন রাখেননি এই টলি কাপল। তাহলে কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারা,জল্পনা ক্রমশ বাড়ছে।

টলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। রণজয় বিষ্ণুর ও সোহিনী সরকারের ব্রেক আপের চর্চার মধ্যেই টলিপাড়ার অন্দরে কান পাতলেই বনি-কৌশানির বিচ্ছেদের খবর নিয়ে জোর চর্চা শোনা যাচ্ছে। সময়টা যেন মোটেই ভাল যাচ্ছে না  টলিউডের। আবারও মন খারাপের খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। একের পর এক বিচ্ছেদের খবর যেন নাড়িয়ে দিচ্ছে টলিপাড়াকে।  টলিউডের অন্যতম বহুল চর্চিত জুটি বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। লুকোছাপা, রাখঢাক এসব মোটেই পছন্দ নয় বরং খুল্লামখুল্লা প্রেমেই মজেছেন বনি ও কৌশানি।  নিজেদের প্রেমের কথা কোনওদিনই গোপন রাখেননি এই টলি কাপল। তাহলে কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারা,জল্পনা ক্রমশ বাড়ছে।

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে প্রায় এক সপ্তাহ ধরে কথা বন্ধ বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়ের। তার মানেই কি ব্রেক-আপ? দাবানলের মতো তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই প্রথমসারির সংবাদমাধ্যমে মুখ খুলেছেন কৌশানি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ব্রেক আপ হলে নিজেই জানিয়ে দেবেন। আপতত  তেমন কিছু নয়। তবে দুজনের  মধ্যে যে মনোমালিন্য চলছে সেকথা স্বীকার করে নিয়েছেন কৌশানি। তিনি আরও বলেন যে কোনও সম্পর্কেই মতবিরোধ হয়। আমার মনে হয় এই সময়টা একা থাকা দরকার। আমি নিজে কী চাইছি, সেটাও বোঝা দরকার। তারপর আমি যা সিদ্ধান্ত নেব সেটা নেগেটিভ হোক পা পজিটিভ,আমি নিজেই জানিয়ে দেব।

Latest Videos

 

 

দীর্ঘ ৭ বছর ধরে বনি সেনগুপ্তর সঙ্গে রিলেশনশিপে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। হঠাৎ কী এমন হল যে এই পর্যায়ে পৌঁছতে হল তাদের। এই নিয়ে চর্চা চলছে টলিপাড়ার অন্দরে। সত্যিই কি বিচ্ছেদের সিদ্ধান্ত নেবেন নাকি সবকিছু মিটমাট করে আবার পুরোনো সম্পর্কে ফিরে যাবেন? উত্তরের অপেক্ষায় ভক্তরা। অভিনেতা বনি সেনগুপ্ত প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমাদের ব্রেক আপ হয়নি। এটা নিয়ে কাজ নিয়ে দুজনে এতটাই চাপে ছিলাম যে সময় দিতে পারছিলাম না। প্রেমিকা কেন এতটা অভিমান করলে তা জানেন না বনি নিজেও। তবে নিজের দোষটা কিন্তু স্বীকার করে নিয়েছন। তবে বনি এও বলেছেন, সবকিছু ঠিক হয়ে যাবে শীঘ্রই। আর সম্পর্কের মধ্যে ঝগড়া হলেই তো ভালবাসা বাড়ে, তেমনটাই জানিয়েছেন বরবাদ অভিনেতা। আপতত তারা যেন ফের আগের মতো একে অপরের সঙ্গে ভালবাসায় মজে থাকেন এই কামনাই করছেন তাদের অনুরাগীরা। অন্যদিকে সম্পর্কের সমীকরণটা যেন মুহূর্তে বদলে গেছে সোহিনীর। ২০২১ এবং ২০২২ সালটার মধ্যে আকাশ-পাতাল তফাৎ সোহিনী সরকারের। অভিনেত্রীকে নিয়ে চর্চার শেষ নেই।  দীর্ঘদিন ধরেই টলি তারকা রণজয় বিষ্ণুর  সঙ্গে সম্পর্কে রয়েছেন সোহিনী সরকার। কিন্তু হঠাৎই পথ হল আলাদা। রণজয়ের সঙ্গে কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারই উত্তর খুঁজছে টলিউড। যদিও এর কোনও কারণ এখনও পাওয়া যায়নি। তবে প্রেম যে জীবনে নেই তা বারবারই বুঝিয়ে দিচ্ছেন সোহিনী সরকার।

আরও পড়ুন-গর্জিয়াস স্কিনফিট মিনি ড্রেসে হট ক্লিভেজের উঁকি, উরুর খাঁজে আগুন জ্বালালেন 'সেক্সিয়েস্ট' মৌনি

আরও পড়ুন-সি-থ্রু পোশাকে স্পষ্ট ফুটে উঠল অন্তর্বাস, ফিনফিনে প্য়ান্ট পরে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলড মালাইকা

আরও পড়ুন-ট্রান্সপারেন্ট পোশাক, আলো পরতেই গোপনাঙ্গ ঢাকতেই ব্যস্ত প্রিয়ঙ্কা, নিমেষে ছড়িয়ে পড়ল ছবি

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন