অভিনয় ছিল অভিষেকের প্রাণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকতে মোটেই পছন্দ ছিল না অভিনেতার। সর্বদাই নিজেকে শ্যুটের মধ্যে ব্যস্ত রাখতেন অভিনেতা। শুটিং করতেই করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিষেক চট্টোপাধ্যায় (Popular Bengali Actor Abhishek Chatterjee) । অভিনেতার মৃত্যুর খবর কোনওভাবেই বিশ্বাস হচ্ছে না। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া (Actor Abhishek Chatterjee Passes Away)। অভিনেতার মৃত্যুর খবর পেয়েই তার বাড়িতে ছুটে গেছেন লাবনী সরকার সহ টলি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। দীর্ঘদিনের সহকর্মী তথা প্রিয় বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন লাবনী সরকার (Laboni Sarkar) । তিনি জানিয়েছেন, প্রিয় বন্ধু, পরিবার হারালাম। ভাবতেই পারছি না অভিষেক আর নেই। আর কোনওদিন ও কথা বলবে না আমার সাথে। এখন ওর পরিবারের পাশে থাকাটাই সবচেয়ে দরকার। প্রিয় বন্ধুকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লাবনী সরকার (Laboni Sarkar)।
২০২২ সালটা যে মোটেই ভাল যাচ্ছে না, তা আর বলার অপেক্ষা রাখে না। একের পর এক মৃত্যুসংবাদ। টলিউড ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা। মাত্র ৫৭ বছরেই অকালে চলে গেলেন টলিউডের স্বনামধন্য অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবরে (Actor Abhishek Chatterjee Passes Away) শোকের ছায়া পড়েছে গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Cinema)। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৭ বছর। (At the age of 57 Actor Abhishek Chatterjee has Passed Away)।
অভিনয় ছিল অভিষেকের প্রাণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকতে মোটেই পছন্দ ছিল না অভিনেতার। সর্বদাই নিজেকে শ্যুটের মধ্যে ব্যস্ত রাখতেন অভিনেতা। শুটিং করতেই করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিষেক চট্টোপাধ্যায় (Popular Bengali Actor Abhishek Chatterjee) । অভিনেতার মৃত্যুর খবর কোনওভাবেই বিশ্বাস হচ্ছে না। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া (Actor Abhishek Chatterjee Passes Away)। অভিনেতার মৃত্যুর খবর পেয়েই তার বাড়িতে ছুটে গেছেন লাবনী সরকার সহ টলি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। দীর্ঘদিনের সহকর্মী তথা প্রিয় বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন লাবনী সরকার (Laboni Sarkar) । তিনি জানিয়েছেন, প্রিয় বন্ধু, পরিবার হারালাম। ভাবতেই পারছি না অভিষেক আর নেই। আর কোনওদিন ও কথা বলবে না আমার সাথে। এখন ওর পরিবারের পাশে থাকাটাই সবচেয়ে দরকার। প্রিয় বন্ধুকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লাবনী সরকার (Laboni Sarkar)।
আরও পড়ুন-গাঢ় চুম্বন থেকে উদ্দাম সঙ্গমে মত্ত স্বামী, ইমরানের পরিণতি জানলে শিউরে উঠবেন
আরও পড়ুন-বিকিনির চারপাশ দিয়ে বেরিয়ে স্তনের একাংশ, সেক্সি ফিগারে ঘাম ঝরাচ্ছেন মিনিশা
আরও পড়ুন-'পথভোলা' থেকে 'খড়কুটো',সিনেমা থেকে ধারাবাহিকে স্বমহিমায় অভিষেক,ফিরে দেখা 'মিঠু'র সফরনামা
ফের আরও এক ইন্দ্রপতন। আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা (Bengali Cinema) অভিষেক চট্টোপাধ্য়ায়। সাতসকালে এমন এক খবর শুনে সকলেই যেন হতবাক। এখনও যেন বিশ্বাস করতে পারছেন না কেউ। গত দু-তিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। এমনকী গতকালও একটি রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন অভিষেক। শুটিং সেটেই (Shooting Set) আচমকা অসুস্থ হয়ে পড়েন। তারপরই কোনওমতে বাড়িতে ফেরেন। বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন। বাড়িতেই স্যালাইনের ব্যবস্থাও করা হয়েছিল। তারপর আর শেষরক্ষা হল না। বৃহস্পতিবার ভোরবেলাতেই বাড়িতেই মারা যান বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায় (Actor Abhishek Chatterjee Passes Away) । চ্যানেলের শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে কয়েকবার বমিও করেন অভিষেক চট্টোপাধ্যায়। সেই সময়েই তাকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হয়। কিন্তু তাতে তিনি মোটেই রাজি হয়নি। উল্টে বাড়িতেই চিকিৎসা করতে চান বলেছিলেন অভিনেতা। সেইমতো বাড়িতেই চিকিৎসা শুরু হয়। তারপরও শেষরক্ষা হল না। বাংলা চলচ্চিত্রের একটা সময় বক্স অফিস টানা হিরো ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Actor Abhishek Chatterjee Passes Away)। নব্বই-এর দশকে যদি বাংলা মশালা ছবিতে বক্স অফিসে লক্ষ্মী টানায় প্রসেনজিত-ঋতুপর্ণা সেনগুপ্ত হন এক নম্বর জুটি তাহলে অবশ্যই দ্বিতীয় স্থানে ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee has Passed Away)। এহেন অভিষেক চট্টোপাধ্যায় মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত হলেন যা বিনোদন জগতের জন্য বড় ক্ষতি। এই মুহূর্তে তার নিথর দেহ বাড়িতেই রয়েছে। আজই অভিনেতা শেষকৃত্য সম্পন্ন হবে।