হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন মধুমিতা, স্নানের ভিডিও ফাঁস হল নেটদুনিয়ায়

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও পোস্ট করেছেন মধুমিতা, যেখানে দেখা যাচ্ছে বাথরুম ঢুকে স্নান করছেন মধুমিতা। তবে স্নান করতে করতেই যেন কান্নায় ভেঙে পড়েছেন নায়িকা। কী কারণে তিনি কাঁদছেন সেই কারণও স্পষ্ট করে দিয়েছেন নায়িকা। আসলে রং খেলতে যতটা মজার লাগে ঠিক ততটাই কষ্ট হয় রং তোলার সময়। এমন এমন জায়গায় রং লেগে থাকে যে সেই রং তুলতে তুলতে কান্না পেয়ে যায়। সম্প্রতি নিজের ওয়েব সিরিজ  উত্তরণ-এর একটি দৃশ্য শেয়ার করেই সেই যন্ত্রণাকে তুলে ধরেছেন মধুমিতা (Madhumita Sarcar)। আসলে রং ওঠাতে যে এতটাই কষ্ট হয় তা তার পোস্ট করা ভিডিওতে ফুটে উঠেছে। ক্যাপশনে লেখা, হোলির পরের অবশ্যম্ভাবী দৃশ্য। তার সঙ্গে কতগুলো হাসির ইমোজি জুড়ে দিয়েছেন।

দুই বছর ধরে করোনার কোপ পড়েছিল দোল উৎসবে। তবে চলতি বছরের করোনার প্রকোপ কম থাকায়  তারকাদের হোলি যে জমজমাট হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। রিল লাইফেই শুধু নয়, রিয়েল লাইফেও হোলির আনন্দে মেতে ওঠেন সেলেবরা। সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়েছে হোলি উৎসব (Holi 2022) । আকাশে-বাতাসে যেন রঙের মেলা । বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব।  সেই রেশ এখনও যেন কাটেনি। সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই একেপ পর এক ছবিতে ভরে গিয়েছে। কে,কীভাবে, দোল উৎসব সেলিব্রেট করলেন সেই ছবি ফুটে উঠেছে নেটদুনিয়ায়। নিজের সোশ্যাল মিডিয়ায় হোলি স্পেশ্যাল একটি ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন  মধুমিতা সরকার (Madhumita Sarcar)।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও পোস্ট করেছেন মধুমিতা, যেখানে দেখা যাচ্ছে বাথরুম ঢুকে স্নান করছেন মধুমিতা। তবে স্নান করতে করতেই যেন কান্নায় ভেঙে পড়েছেন নায়িকা। কী কারণে তিনি কাঁদছেন সেই কারণও স্পষ্ট করে দিয়েছেন নায়িকা। আসলে রং খেলতে যতটা মজার লাগে ঠিক ততটাই কষ্ট হয় রং তোলার সময়। এমন এমন জায়গায় রং লেগে থাকে যে সেই রং তুলতে তুলতে কান্না পেয়ে যায়। সম্প্রতি নিজের ওয়েব সিরিজ  'উত্তরণ'-এর একটি দৃশ্য শেয়ার করেই সেই যন্ত্রণাকে তুলে ধরেছেন মধুমিতা (Madhumita Sarcar)। আসলে রং ওঠাতে যে এতটাই কষ্ট হয় তা তার পোস্ট করা ভিডিওতে ফুটে উঠেছে। ক্যাপশনে লেখা, হোলির পরের অবশ্যম্ভাবী দৃশ্য। তার সঙ্গে কতগুলো হাসির ইমোজি জুড়ে দিয়েছেন।

Latest Videos

 


গতে বাঁধা সমীকরণ থেকে বেরিয়ে নিজেকে গড়েপিঠে নিয়েছেন মধুমিতা সরকার। এই কয়েক বছরেই নিজের একটি  আলাদা ফ্যানবেসও তৈরি করেছেন মধুমিতা। আগের থেকে অনেক বেশি গ্ল্যামারাস ও আর অনেকটাই সাহসী মধুমিতা।  শরীরী উষ্ণতায় বলিউডকেও টেক্কা দিচ্ছেন মধুমিতা সরকার। তবে শুধু ধারাবাহিকেই নয়, বড় পর্দা এবং ওটিটিতেও দাঁপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। বেশ  কয়েকটি ছবিতে অভিনেত্রীর সাহসী অবতার নজর কেড়েছে নেটিজেনদের। বোঝে না সে বোঝে না সিরিয়ালের পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে টলিপাড়ার সাহসী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মধুমিতা সরকারের। উল্লেখ্য, জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই প্রথমবার  হইচই প্ল্যাটফর্মে দেখা গেছে মধুমিতাকে। একটা এমএমএস কীভাবে একজন মেয়ের জীবন নষ্ট করে দেয়, তারই গল্প বলেছে 'উত্তরণ'। সদ্য বিবাহিত পর্ণা একটি এমএমএস -কান্ডে ফেঁসে যায়। এরপর পর্ণার জীবন কোন দিকে মোড় নেয়, তারই গল্প বলেছে এই ওয়েব সিরিজ। স্ক্রাইম ফিকশনে একদম অন্য এক চরিত্রে দেখা গেছে মঝুমিতাকে। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা  'বটতলা' অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। হইচই-এর ৪ নম্বর সিজনের অন্যতম চমক অভিনেত্রী। নয়া লুকে সকলকে চমকে দিয়েছেন মধুমিতা সরকার ।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury