করোনার দাপট, এবার কোয়ারেন্টাইনে গেলেন টলি-অভিনেত্রী সোহিনী

Published : Sep 01, 2020, 01:02 PM ISTUpdated : Sep 01, 2020, 01:05 PM IST
করোনার দাপট, এবার কোয়ারেন্টাইনে গেলেন টলি-অভিনেত্রী সোহিনী

সংক্ষিপ্ত

করোনার কোপ এবার টলিউডে  একের পর এক আক্রান্তের খবর সামনে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন একাধিক স্টার এবার কোয়ারেন্টাইনে গেলেন সোহিনী

সেলেব মহলে ক্রমাগত থাবা বসিয়ে চলেছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই একাধিক সেলেব আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। রাজ চক্রবর্তী থেকে কোয়েল মল্লিক, টলিউডের তারকাদের অন্দরমহলেও হানা দিয়েছে কোভিড। এবার সেই করোনার ভয়েই তড়িঘড়ি কোয়ারেন্টাইন হলেন বাংলা অভিনেত্রী সোহিনী সরকার। তাঁর মেকআপ আর্টিস্ট সম্প্রতি করোনাতে আক্রান্ত হয়েছেন। শ্যুটিং সেটেই তাঁর সংস্পর্শে আসা। করোনা পজিটিভের খবর মেলা মাত্রই কোয়ারেন্টাইনে গেলেন অভিনেত্রী। 

আরও পড়ুনঃ দত্তক নেওয়া গ্রামের পাশে সলমন, বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০টি বাড়ি সংস্কারের কাজ শুরু

শরীরে নেই তেমন কোনও উপসর্গ। তাই হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তিনি। সাত দিনের মাথায় তিনি পরীক্ষা করবেন কোভিড। সম্প্রতি ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সোহিনী। সেখানেই মেকআপ আর্টিস্ট শানু সিং করোনাতে আক্রান্ত হন। খবর পাওয়া মাত্রই সতর্ক হলেন অভিনেত্রী। একইভাবে কয়েকদিন আগেই করোনাতে আক্রান্ত হয়েছিলেন দেবের ম্যানেজার। সেই খবর পাওয়ার পরই তিনিও রয়েছেন বর্তমানে হোম কোয়ারেন্টাইনেই। 

 

আনলকে ধীরে ধীরে খুলে যাচ্ছে বিনোদন জগত। শুরু হয়েছে শ্যুটিং। সিনেমা থেকে শুরু করে সিরিয়াল। তবে তারই মাঝে একাধিক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর উঠে আসে। টেলি জগতের ছবিটাও একই। বেশ কিছু সিরিয়ালের সেটে করোনা থাবা বসিয়েছে। সবে মাত্র কৃষ্ণকোলি ধারাবাহিকের নিখিল করোনাকে হারিয়ে ফিরেছেন সেটে। সুস্থ আছেন বাকি তারকারাও। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে