কোভিডে আক্রান্ত জনপ্রিয় বাঙালি অভিনেত্রী সৌমিলি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন আপডেট

  • কোভিড ধীরে ধীরে জাঁকিয়ে বসছে বাংলা টেলি জগতে
  • এবার করোনার থাবা পড়ল 'জয় বাবা লোকনাথ'র অভিনেত্রীর উপর
  • সৌমিলি ঘোষ বিশ্বাস করোনায় আক্রান্ত হলেন
  • ফেসবুকে স্টেটাসে খবরটি প্রকাশ্যে আনলেন সৌমিলি

Asianet News Bangla | Published : Sep 1, 2020 5:03 PM IST / Updated: Sep 01 2020, 10:43 PM IST

এবার কোভিড ধীরে ধীরে জাঁকিয়ে বসছে বাংলা টেলিজগতে। বলিউড থেকে টলিউড এবং টেলিজগতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। সেট থেকে হোক বা বাড়ির চার দেওয়ালের মধ্যে থেকে, কোভিডে আক্রান্ত হচ্ছেন একে একে একাধিক তারকারা। টলিপাড়া থেকে টেলিপাড়ায় কোরনা হানা দিতে বেশি সময় নিল না। কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তীর পর কৃষ্ণকলি ধারাবাহিকের দুই অভিনেতা নীল ভট্টাচার্য এবং ভিভানও আক্রান্ত হন কোভিডে। 

আরও পড়ুনঃপরিচয় গোপন করে সুশান্তের সঙ্গে থাইল্যান্ড ঘোরেন সারা, কীভাবে ভুয়ো নামে বিদেশ ঘুরলেন সইফ কন্যা

এবার করোনায় আক্রান্ত হলেন সৌমিলি ঘোষ বিশ্বাস। জয় বাবা লোকনাথ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর আর তেমন কোনও ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে না সৌমিলিকে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে খবরটি প্রকাশ্যে আনলেন সৌমিলি। ন্যূনতম উপসর্গ নিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। হোম আইসোলেশনেই রয়েছেন তিনি। 

আরও পড়ুনঃঅজয় ও যুগকে ছেড়ে মেয়েকে নিয়ে পাড়ি দিলেন সিঙ্গাপুর, কোভিড পরিস্থিতির মাঝে কেন এই সিদ্ধান্ত কাজলের

আরও পড়ুনঃভেজা চুল থেকে উন্মুক্ত পিঠ, সামনে কেবল কাপড়ের টুকরো মাত্র, সেমি ন্যুড ছবি পোস্ট দর্শনা

তিনি আরও লেখেন, তাঁর বরের কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। গত ১২ দিনে তাঁর কাছাকাছি যারা ছিলেন তাদেরকেও কোভিড পরীক্ষা করতে অনুরোধ করেন তিনি। সকলকে অযথা ভয় পেতেও বারণ করেন তিনি। পাশাপাশি ধন্যবাদ জানান স্বাস্থ্য দফতর, কেএমসি, স্থানীয় কাউনসিলার এবং স্থানীয় থানাকে। 

Share this article
click me!