গা থেকে খুলে পড়ছে ডেনিমের জ্যাকেট, গাঢ় ঠোঁটের নেশায় ভক্তদের ঘুম উড়ালেন ৪০-এর স্বস্তিকা

বয়স যত বাড়ছে ততই শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে স্বস্তিকার। স্লিভলেস পোশাকের উপর ডেনিমের জ্যাকেট। কাঁধ থেকে জ্যাকেট সামান্য নিচে নামতেই চুঁইয়ে পড়ছে উষ্ণতা। জানালার কাঁচে হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে ছবিতে পোজ দিয়েছেন স্বস্তিকা। গাঢ় ঠোঁট, চোখের চাহনি-তেই কাত হয়েছেন ভক্তরা।

বয়স যত বাড়ছে ততই শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে স্বস্তিকার (Swastika Mukherjee)। লো-নেক পোশাক, বক্ষ বিভাজিকা এসব যেন জলভাত। কয়েকদিন আগেই ব্লাউজ ছাড়াই শাড়ি পড়ে ছবি পোস্ট  করেছিলেন এবার হট অবতারে নিজেকে মেলে ধরলেন স্বস্তিকা মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি দেওয়া মানেই তা মুহূর্তে ভাইরাল। এবারও তার ব্যতিক্রম হল না। নিজের ইনস্টা-তে দুটো ছবি শেয়ার করেছেন স্বস্তিকা, যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে লাইক ও কমেন্টের সংখ্যা।

 

Latest Videos

 

আরও পড়ুন-হাঁটু ভাজ করে বসে প্রাইভেট জেটে কী করছেন প্রিয়ঙ্কা, দেশি গার্লের কীর্তি দেখে হতবাক ভক্তরা

আরও পড়ুন-'One Night Stand'-এ শরীরী মেলামেশা না পসন্দ ঐশ্বর্যর, কীভাবে জড়িয়েছিলেন নোংরা কেচ্ছায়

 

স্লিভলেস পোশাকের উপর ডেনিমের জ্যাকেট। কাঁধ থেকে জ্যাকেট সামান্য নিচে নামতেই চুঁইয়ে পড়ছে উষ্ণতা। জানালার কাঁচে হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে ছবিতে পোজ দিয়েছেন স্বস্তিকা। ছবির ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, 'রিফ্লেকশন'। এই একই ছবি সাদা -কালোতে শেয়ার করেছেন স্বস্তিকা। গাঢ় ঠোঁট, চোখের চাহনি-তেই কাত হয়েছেন ভক্তরা।

 

 

টলিউডের একটু অন্য ঘরনার অভিনেত্রীদের মধ্যে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ((Swastika Mukherjee))। থলথলে চর্বি, সারা শরীরে জমেছে মেদ, এহেন চেহারা যেন টলি নায়িকাদের সঙ্গে যেন বেমানান। কিন্তু অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি যেন এগুলোকেই বড্ড বেশি আঁকড়ে ধরেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায়ের হট ফোটোশ্যুট নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। বয়স যত বাড়ছে ততই নাকি তার শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বারেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন টলিপাড়ার এই গ্ল্যামারাস নায়িকা। অভিনেত্রীর নতুন ছবি দেখে কেউ কাজল কালো চোখের নেশায় মজেছেন তো কেউ গাঢ় ঠোঁটের নেশায় পাগল হয়েছেন।

 

 

৪০-এর স্বস্তিকাকে দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। সুপারবোল্ড অবতারে ছবি শেয়ার করা মাত্রই প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ছবিতে লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া। লাভ থেকে আগুনের ইমোজিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। প্রিয় অভিনেত্রীর হট অবতার দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের। টলিউড থেকে বলিউড,  সিনেমা তো রয়েইছে, পাশাপাশি ওয়েবসিরিজে চুটিয়ে কাজ করছেন স্বস্তিকা। নেটফ্লিক্সের কোয়ালা-তে দেখা যাবে বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। ছবিতে ইরফান পুত্র বাবিল খানকেও দেখা যাবে।
 

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla