নিজের ভাগ্য বদলাতে এসে নিজেই বদলে যাওয়ার গল্প সাক্ষী

  • দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেতে চলেছে সাক্ষী
  • দুবছর আগেই মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার

বাবা ও বোনের হাত ধরে চাকরীর সন্ধানে শহরে পা রাখা শিক্ষার। তারপর হঠ্যাৎই একদিন চোখের পাতায় সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। অর্থের জোড়ে পার পায় অপরাধী। উকিল টাকার বিনিময় কোর্টে ওঠা কেসের মোড় দেন ঘুড়িয়ে। আর সেই সূত্রেই অপরাধী বেকসুর খালাস। যুদ্ধ শুরু এখান থেকেই। সত্যের সন্ধানে প্রতি নিয়ত লড়াই করা সমাজ, আভিজাত্যের সঙ্গে। সাক্ষী ছবির পটভূমিতে এই চিত্রই তুলে ধরেছেন পরিচালক শৌভিক সরকার।

বিচার ব্যবস্থায় ফাঁক নয়, কেবলমাত্র অর্থের লোভে উকিলের কারচুপিতে কিভাবে বদলে যেতে পারে এক সাধারণ মেয়ের জীবন তারই এক রুপ লেখার আভাস মেলে গল্পে। ছবির কাজ শেষ হয়েছিল বেশ কয়েকদিন আগেই। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। যেখানে সাহসিকতার সঙ্গে শিক্ষা-র চরিত্র ফুঁটিয়ে তুলেছেন সায়নী ঘোষ। ছবির স্বার্থে যতটা প্রয়োজন ততটাই প্রাণ ঢেলে অভিনয় করার চেষ্টা করেন সায়নী, সাক্ষী প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন নায়িকা।

Latest Videos

এ ছবিতে আরও অন্যান্য ভূমিকায় রয়েছেন অর্জুন চক্রবর্তী, ঋ, শান্তিলাল মুখোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। তবে আর অপেক্ষা নয়। প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। আগামী ২৪শে মে রিলিজ করছে শৌভিক সরকারের সাক্ষী।

Share this article
click me!

Latest Videos

ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News