বাংলায় বাড়ছে করোনা, খড়কুটো-শ্রীময়ী পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় কোভিড পজিটিভ

  • বাংলা ধারাবাহিক পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় করোনায় আক্রান্ত
  • একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন তিনি
  • টলি পাড়ায় আবারও করোনা আতঙ্ক 
  • সতর্কতা মেনেই চলছে কাজ 

Jayita Chandra | Published : Mar 24, 2021 10:25 AM IST

২০২০ সালে একের পর এক টলিউড তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। সদ্য টলিপাড়া সচল হয়েও বন্ধ করে দিতে হয়েছিল একাধিক সেট। লকডাউনে শ্যুটিং বন্ধ, দিনের পর দিন ধরে পুরোনো ধারাবাহিকেই নজর ছিল দর্শকদের। সময়ের সঙ্গে সঙ্গে সতর্কতা মেনেই স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে বছর ঘুরতেই হানা দ্বিতীয় ঢেউয়ের। বাংলাতেও হু-হু করে বাড়ছে করোনা।

আরও পড়ুন- অভিনয় জগত থেকে রাজনীতির ময়দান, নয়া ভূমিকায় শ্রাবন্তী, বং-ডিভার সম্পত্তির পরিমাণ কত জানুন 

এই পরিস্থিতিতে টেলিভিশন দুনিয়ায় আবারও করোনার দাপট। সদ্য ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। এবার জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় আক্রান্ত হলেন করোনায়। বছর ঘুরতে ছন্দে ফিরেছিল টেলিভিশন জগত। সকলের নজরে আবারও সেরা ওঠা খড়কুটো, শ্রীময়ীর হাত ধরে। দর্শকমনে এই ধারাবাহিকের জনপ্রিয়তা এখন তুঙ্গে।

 

তারই মাঝে খবর মিলল পরিচালকের করোনায় আক্রান্ত হওয়ার কথা। নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অসুস্থতার কথা। নক্সী কাঁথা থেকে শুরু করে ইষ্টি কুটুম, জলনূপুর, ইচ্ছে নদী প্রভৃতি ধারাবাহিকের পরিচালনাতে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ই। ভক্ত ও সহকর্মীরা বর্তমানে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। 

Share this article
click me!