প্রকাশিত ব্যোমকেশ হত্যামঞ্চের ফার্স্ট-লুক,পর্দায় একের পর এক ব্যোমকেশের অভিজ্ঞতা শেয়ার করলেন আবির

তিনি এ পর্যন্ত ব্যোমকেশ বক্সীর উপর তিনটি ছবি তৈরি করেছেন, হর হর ব্যোমকেশ’, ‘ব্যোমকেশ পর্ব এবং ‘ব্যোমকেশ গৌত্র’ কলকাতার বাইরের প্রেক্ষাপট ছিল। তবে অরিন্দম শিলের চতুর্থ ব্যোমকেশ ছবির শুটিং হবে কলকাতায়। মঙ্গলবার  ব্যোমকেশ হত্যামঞ্চ ছবির ফার্স্ট লুক ও অফিশিয়াল ট্রেলার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল এসভিএফ। ব্যোমকেশের নতুন অধ্যায় সম্পর্কে কি বছেন ব্যোমকেশ ওরফে আবির? চলুন জেনে নি

তিনি এ পর্যন্ত ব্যোমকেশ বক্সীর উপর তিনটি ছবি তৈরি করেছেন, হর হর ব্যোমকেশ’, ‘ব্যোমকেশ পর্ব এবং ‘ব্যোমকেশ গৌত্র’ কলকাতার বাইরের প্রেক্ষাপট ছিল। তবে অরিন্দম শিলের চতুর্থ ব্যোমকেশ ছবির শুটিং হবে কলকাতায়।  ডিটেকটিভ থ্রিলারটি শরদিন্দু বন্দোপাধ্যায়ের একটি অসমাপ্ত গল্প 'বিশুপাল বোধ' অবলম্বনে তৈরি। পরিচালক এবং চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্তের জন্য গল্পটি সম্পূর্ণ করা অবশ্যই একটি কঠিন কাজ ছিল। সিনেমাটি শুটিং ফ্লোরে হিট হওয়ার জন্য প্রস্তুত । এবং এখন, এখানে একটি বড় আপডেট আসে। অরিন্দমের পরবর্তী ব্যোমকেশ ছবির নাম ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’। মঙ্গলবার সকালে, কাস্ট ঘোষণার ফার্স্ট লুক প্রকাশিত হলো সোশ্যাল মিডিয়ায়।এবং এটি ইতিমধ্যে ভক্তদের মধ্যে দারুন প্রতিক্রিয়া তৈরি করেছে। বহুল প্রত্যাশিত এই গোয়েন্দা থ্রিলারটি ১১ আগস্ট মুক্তি পাবে।

মঙ্গলবার সকালে এসভিএফের তাঁদের অফিশিয়াল পেজে ছবির ফার্স্ট লুক পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ' জেগে উঠেছর মঞ্চ এ কোন নতুন ষড়যন্ত্র, কাস্ট ঘোষণা, আবির ব্যোমকেশের চরিত্রে ব্যোমকেশ হত্যমঞ্চে'।মঙ্গলবার এসভিএফের তরফে ব্যোমকেশের অফিশিয়াল ট্রেলার লঞ্চ করা হয়, যার মধ্যে আবির চট্টোপাধ্যায়ের বক্তব্যকেও তুলে ধরা হয়, এই প্রসঙ্গে ব্যোমকেশ ওরফে আবির চট্টোপাধ্যায় বলেন, ' আমি এবং অরিন্দম দা আমরা সকলে চেয়েছিলাম ব্যোমকেশ যেন শুধুমাত্র একটা রহস্য বা গোয়েন্দা গল্প না হয়, সেই সঙ্গে যে সময়ে ঘটনাটা ঘটছে,সেই সময়ের আর্থ-সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপট টাও উঠে আসে সেভাবেই ব্যোমকেশের চরিত্রটাও আবর্তিত হয়েছে গল্পে, আপনারা যারা ব্যোমকেশ দেখেছেন তাঁরা জানেন যে হর হর ব্যোমকেশে তাঁর মধ্যে যে এনার্জিটা ছিল সেটা একরকম এরপর আমরা যখন ব্যোমকেশ পর্বতে ব্যোমকেশকে দেখেছি সেটা আরেকরকম, ব্যোমকেশ সেখানে খুবই আক্রমণাত্মক, ব্যোমকেশ গোত্রতে ব্যোমকেশ অনেক বেশি কনফিডেন্ট, সে জানে পুরো ঘটনাটাই হয়তো তাঁর দখলে আছে,এবার আমাদের আগামী ছবি ব্যোমকেশ গোত্র, সেখানে আমরা ব্যোমকেশকে চেয়েছি আরও বেশি ম্যাচিওর্ড দেখাতে, এই ছবিতে ব্যোমকেশের বয়স ও একটু বেড়েছে, অভিজ্ঞতাও বেড়েছে, বেশ কিছু জায়গায় দর্শন ও ভবিষ্যৎ সম্পর্কে যে ধারণা সেটাও আমরা দেখতে পাই। এভাবেই আমরা চেষ্টা করেছি ব্যোমকেশের মূল চরিত্রকে এক রেখে কিভাবে আরও রিভলভ করা যায় চরিত্রটাকে।'

Latest Videos

'চলচ্চিত্রে, আমরা আমাদের ফোকাস ১৯৭১ সালে বাংলায় নকশাল বিদ্রোহের উত্তাল দিনগুলিকে তুলে ধরার চেষ্টা করেছি।অস্থিরতার মধ্যে, ব্যোমকেশ বক্সী প্রতিহিংসার গল্পে জড়িয়ে পড়েন। ছবিতে, আমরা ব্যোমকেশকে থিয়েটারে একটি নাটকে অংশ নিতে দেখব এবং তিনি মঞ্চে একটি অপরাধ সংঘটিত হতে দেখেছেন। গভীরভাবে তাকালে সে বুঝতে পারে প্রেম, বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসঘাতকতার ত্রিপক্ষীয় গল্প উন্মোচিত হচ্ছে। এবারের চ্যালেঞ্জ ছিল ভিন্ন। আমাকে খুনিকে খুঁজে বের করতে হয়েছিল কারণ এটি একটি অসম্পূর্ণ গল্প। আমার মনে হয় শরদিন্দু বন্দোপাধ্যায় সেই খুনিকেই তুলে নিয়ে যেতেন। এটি শুধু একটি গোয়েন্দা থ্রিলার নয়। এটি রাজনৈতিক অস্থিরতাও দেখাবে সাংস্কৃতিক ক্ষয়ও দেখাবে। ব্যোমকেশ শুধু গোয়েন্দা গল্প নয়। এটি সমাজের সঠিক চিত্র এবং গল্পের সময়সীমা প্রতিফলিত করে। নকশাল আন্দোলন বাংলার থিয়েটার জগতেও কীভাবে প্রভাব ফেলেছিল তা আমি দেখানোর চেষ্টা করব,' অরিন্দম শিল ছবিটি সম্পর্কে তাঁর মতামত ব্যক্ত করেছেন। আবির চ্যাটার্জি এবং সোহিনী সরকার যথাক্রমে ব্যোমকেশ এবং তাঁর স্ত্রী সত্যবতীর ভূমিকায় পুনরায় অভিনয় করবেন সেখানে অজিতের চরিত্রের জন্য একটি নতুন মুখ থাকবে। সুহোত্রা মুখোপাধ্যায় রাহুল বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ব্যোমকেশের সঙ্গী অজিতের ভূমিকায় আসছেন। বিষুপালের চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দা। পাওলি দামকেও বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন,'নাটু নাটু'-র এই নতুন ভার্সন টি দেখেছেন কি? মিস করবেন না!
আরও পড়ুন,টলিউডের বিতর্কিত নায়িকা নুসরতের সেরা ১০ টি বোল্ড ছবি

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury