প্রয়াত হলেন বাঙালির প্রথম ক্যাবারে ডান্সার মিস শেফালি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার ভোর পাঁচটা নাগাদ মৃত্যু ঘটে মিস শেফালির। বাংলা চলচ্চিত্র জগতে তিনিই ছিলেন প্রথম ক্যাবারে ডান্সার। যাঁর যাদুতে মেতে ছিলেন সকলেই। একাধিক ছবিতে তাঁর উপস্থিতি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল।
আরও পড়ুনঃ টোটো চালালেন নিখিল, পেছনে বসে দেশিগার্ল, বিয়ের আসর জমালেন এনজে জুটি
শেষ কয়েকদিন বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। সেখান থেকে ছুটি পেয়ে শেষ কয়েকদিন বাড়িতেই ছিলেন তিনি। বুধবার ভোরে স্বাস্থ্যের অবনতী ঘটলে মৃত্যুর কোলে ঢোলে পরেন মিস শেফালি। সত্যজিৎ রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ও সীমাবদ্ধ ছবিতে কাজ করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ অসুস্থ অভিনেতা সন্তু মুখোপাধ্যায়, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করলেন স্বস্তিকা
এক সময় বিশ্বরূপায় যোগদান করে বিতর্কের ঝড় তুলেছিলেন এই লাস্যময়ী। চৌরঙ্গী ছবির দিয়েই রুপোলী পর্দায় যাত্রা শুরু। বিভিন্ন স্টাইলের নাচে পারদর্শী ছিলেন মিস শেফালি। ষাটের দশকে এই পেশা বেছে নেওয়ার ফলে অনেক কটু কথাও শুনতে হয়েছিল তাঁকে। কিন্তু কোন কিছুকে তোয়াক্কা না করেই বাংলার খ্যাতনামা ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করেছেন ক্যামেরার সামনে। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমে আসে শোকের ছায়া।