কেন্দ্র-রাজ্যের মন্ত্রীরা যখন জনস্রোত দেখে আপ্লুত, দেব তখন প্রচারে সাধারণকে শাসন করে গেলেন- 'মাস্ক কোথায়'

  • গোটা দেশের নেতা মন্ত্রীদের নিত্য আনাগোনা 
  • রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার কার দখলে 
  • নজরে এখন এটাই ঠেকছে সকলের 
  • সাধারণের সুরক্ষার কথা মনে করালেন দেব 

রমরমীয়ে যখন গোটা দেশে করোনা চোখ রাঙাচ্ছে, দিনে দিনে এক লক্ষ পেরিয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা, ঠিক সেই সময়ই সাধারণ সমীকরণ পাল্টে এক অন্য ছবি ধরা পড়ছে রাজ্য তথা কেন্দ্রের নেতা মন্ত্রীদের। কখনও হাওড়া ব্রিজ পর্যন্ত ভিড়, কখনও আবার মাঠে ভড়ে গিয়েছে ভালোবাসায়। স্টেজের ওপর দাঁড়িয়ে অসংখ্য মানুষের ভিড় দেখে দুহাত বাড়়িয়ে এভাবেই স্বাগত জানিয়েছে আসছে নেতামন্ত্রীরা। 

আরও পড়ুন- সতর্কতা তুঙ্গে, অনেকেই অবজ্ঞা করছেন করোনাকে, বাস্তবটা কতটা কঠিন জানালেন ভূমি

Latest Videos

আর ঠিক সমানতালে করোনাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে, তাতে বোধহয় এই মুহূর্তে কিছুই এসে যায় না কারুর, স্কুল বন্ধ, পরীক্ষা পিছিয়েছে, অথচ ব়্যালিতে ভিড় নিগে গর্ব বোধ করা তারকাতে এক সপাট জবাব দিলেন অভিনেতা দেব। অভিনয় জগত থেকেই রাজনীতিতে আসা। তবে না, তারকা প্রার্থী বলে খুব একটা লাইমলাইটে আসেননি তিনি। নিজের এলাকার ভালোমন্দ নিয়ে ব্যাটিং করছেন দেব। আলোচনা-সমালোচনার শিকারও হয়েছেন বহুবার। কিন্তু রাজনীতিতে যে তিনি সাধারণের কথা ভেবেই নেমেছেন তার প্রমাণ রেখে গেলেন জনসভায়। 

 

 

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করলেন দেব। জানালেন মাস্ক পরার কথা, মনে করিয়ে দিলেন, করোনা যেভাবে তান্ডব নাচাচ্ছে, তাতে মাস্ক পরাটা প্রয়োজন। এমনকি স্টেজে যাঁরা আছেন, তাঁদেরকেও মাস্ক পরার কথা বললেন, সাধারণের উদ্দেশ্যে দেবের বার্তা, মাস্ক না পরলে ভোট দেব না, আপনারা বলতে পারছেন না! সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে লিখলেন, রাজনীতি পড়ে থাকবে, জীবন নয়, মুহূর্তে নেটিজেনদের প্রশংসায় অভিনেতা-নেতা দেব। 

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya