কী কাণ্ড, নিজেই গাড়ি চালিয়ে গৌরবকে বিয়ে করতে বেরিয়ে পড়েন দেবলিনা, মুহূর্তে ভাইরাল ভিডিও

  • সম্প্রতি টলিউডের ঝড় তোলা বিয়ের আসর
  • বেশ কিছুদিন ধরেই ভক্তমহলে ভাইরাল গৌরব-দেবলিনা
  • একের পর এক সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট
  • গাড়ি চালিয়ে নিজেই বিয়ে করতে এসেছিলেন পাত্রী 

দেবলিনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় বিয়ের আসর এক কথায় বলতে গেলে বছর শেষে টলিপাড়ায় এক আনন্দ আয়োজন। বেশ কিছু দিন ধরেই বিয়ের সূত্রে খবরের শইরোনামে এই জুটি। আইবুড়ো ভাত থেকে শুরু করে বিয়ের আসর, একের পর এক ছবি হয়ে উঠেছিল ভাইরাল। আর বিয়ের প্রসঙ্গ তো বলাই বাহুল্য। আলিসান বিয়ের মণ্ডপ যেন সেজে উঠেছিল স্বপ্নের রঙে। 

আরও পড়ুন- বিপাশার টোন্ড ফিগার ও পার্ফেক্ট স্কিন গ্লো-এর রহস্য কোথায়, রইল সেই সিক্রেট ডায়েটের খোঁজ

Latest Videos

দেবলিনার সোশ্যাল মিডিয়ার পাতা নিত্য পোস্ট হওয়া ছবি তুলে ধরে সেই কোলাজই। তবে এ কী কাণ্ড। বৃহস্পতিবার সকালে এক ভিডিও পোস্ট হতেই আবারও ভাইরাল হয়ে গেল গৌরবের পাত্রী। উত্তমকুমারের বাড়ির পুত্রবধু বলে কথা। নিজেই বোল্ড অভিনেত্রী গাড়ি চালিয়ে হাজির হলে বরের কাছে। উদ্দেশ্য বিয়ের আসর। 

 

 

ভিডিওতে দেখা গেল নিজেই গাড়ি চালিয়ে এগিয়ে চলেছেন দেবলিনা। ক্যাপশানে লিখলেন এভাবেই আমি বেরিয়েছিলাম আমার বরের সঙ্গে দেখা করতে। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরই নজরে এলো সামনেই রাখা রয়েছে পালকি। যা দেখে মুখে হাসি ফেটটে পড়ে পাত্রীর। এই ভিডিও পোস্ট হতেই তা মুহূর্তে নজর কাড়ে ভক্ত মহলের। বরাবরই দেবলিনার সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা বিপুল। তাই লাইক ও কমেন্টে ভরে গেল ইন্টা অ্যাকাউন্ট। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar