বড়দিনের 'সান্তা' মিমি, প্রতিবন্ধী তরুণকে সাহায্যের আশ্বাস সাংসদ অভিনেত্রীর

Published : Dec 24, 2020, 08:36 AM ISTUpdated : Dec 24, 2020, 08:47 AM IST
বড়দিনের 'সান্তা' মিমি, প্রতিবন্ধী তরুণকে সাহায্যের আশ্বাস সাংসদ অভিনেত্রীর

সংক্ষিপ্ত

সাধারণ মানুষের পাশে বরাবরই দাঁড়িয়েছেন মিমি  অভিনেত্রীর নতুন গানের টিজারেই সাহায্যের আর্জি জানায় এক অনুরাগী কমেন্ট দেখা মাত্রই সাহায্যের আশ্বাস দেন মিমি বড়দিনের আগেই কারোর জীবনের সান্তা হলেন মিমি চক্রবর্তী

একাধারে অভিনেত্রী অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। রাস্তায় নেমে সাধারণ মানুষের সাহায্যে এগিয়েও এসেছেন অভিনেত্রী মিমি। যাদবপুরের মেয়ে আবার নিজের এলাকারই সাংসদ। সবসময়েই এলাকাবাসীর পাশে থেকেছেন মিমি চক্রবর্তী। তবে শুধু নিজের এলাকাতেই নয়, সাধারণ মানুষের পাশে বরাবরই তিনি দাঁড়িয়েছেন। বিশেষত সোশ্যাল মিডিয়ায় দৌলতেও তিনি অনেক নজির গড়েছেন।

আরও পড়ুন-রণবীরকে বিয়ে করতে এখনই রাজি নন আলিয়া, নীরবতা ভেঙে ফাঁস করলেন গোপন তথ্য...

এবার বড়দিনের আগেই কারোর জীবনের সান্তা হলেন মিমি চক্রবর্তী। সম্প্রতি এক প্রতিবন্ধী তরুণকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী।  সম্প্রতি অভিনেত্রীর নতুন গানের টিজারেই সাহায্যের আর্জি জানায় তারই এক অনুরাগী। যা চোখ এড়ায়নি মিমির। কমেন্ট দেখা মাত্রই সাহায্যের আশ্বাস দেন মিমি।

 


মিমির পোস্টের কমেন্ট ওই যুবক জানায়, । তরুণকে আশ্বাস দিয়ে তার কমেন্টে মিমি জানায়, নিশ্চয় করব। তোমার মোবাইল নম্বরটা পাঠাও। এবং পুরো বিষয়টু টুইট করে যুবককে আশ্বাস দেন মিমি চক্রবর্তী। ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তাদের স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও। সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রচলিত ট্যাবু ভেঙে বরাবরই তিনি গর্জে ওঠেন।  কিন্তু সাংসদ অভিনেত্রীর সমাজ সেবা দেখে হতবাক সকলেই।

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা