ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদের চরিত্রে দেব, প্রকাশ্যে এল প্রথম লুক

Published : Feb 05, 2020, 01:07 PM ISTUpdated : Feb 05, 2020, 01:30 PM IST
ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদের চরিত্রে দেব, প্রকাশ্যে এল প্রথম লুক

সংক্ষিপ্ত

প্রজাতন্ত্র দিবসের দিনই প্রকাশ্যে এসেছে ছবির মোশন  পোস্টার কিংবদন্তী ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন টলি অভিনেতা দেব সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক জোরকদমে শুটিং -এর প্রস্তুতি শুরু হয়ে গেছে

প্রজাতন্ত্র দিবসের দিনই প্রকাশ্যে এসেছে ছবির মোশন  পোস্টার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। ভারতের কিংবদন্তী ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন টলি অভিনেতা দেব। টলিপাড়ায় ইতিমধ্যেই ছবিকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। ছবির নাম 'গোলন্দাজ'। ছবির শুটিং -এর জন্য জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক।

 

 

ছবিতে কিংবদন্তী ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা দেব। দেবের প্রথম লুক শেয়ার করেছেন ছবির প্রযোজক মহেন্দ্র সোনি। বেশ কয়েকমাস  ধরেই ফুটবলের ট্রেনিং নিয়েছেন দেব। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে জোরকদমে প্রশিক্ষণ নিচ্ছেন দেব।  ভাইচুং এর থেকে ট্রেনিং নিচ্ছেন অভিনেতা দেব। 

 

আরও পড়ুন-ঐশ্বর্যর আগে একাধিক নারীসঙ্গ, দেখে নিন জুনিয়র বচ্চনের দীর্ঘ তালিকা...

 

 

বহুদিন পর ভেঙ্কটেশের সঙ্গে জুটি বাধছেন দেব। খেলার বিভিন্ন পদ্ধতি দেবকে যত্ন করে শেখাচ্ছেন ভাইচুং। ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহের পারদ ক্রমশ বাড়ছে।  ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর নামটি প্রায় ভুলেই গেছে।  তাকেই পর্দায় জীবন্ত করে তুলবে দেব। ছবিতে দেব ছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, ইশা সাহা সহ আরও প্রমুখরা অভিনয় করছেন। কলকাতা সহ পাশ্ববর্তী এলাকায় চলবে ছবির শ্যুটিং।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার