চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

Published : Jun 10, 2021, 09:39 AM IST
চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

সংক্ষিপ্ত

প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বার্ধক্য জনিত কারণে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর  বৃহস্পতিবার ভোরেই প্রয়াত হন পরিচালক 

চলচ্চিত্র জগতে শোকের ছায়া। প্রয়াত হলেন বাংলার কিংবদন্তী পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। দেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। সমস্যা ছিল কিডনিও। যার জন্য নিত্য চলত ডায়ালিসিস। শেষ কয়েকদিন তাঁর শরীর ভালো যাচ্ছিল না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ তিনি নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখনও মরদেহ রাখা আছে দক্ষিণ কলকাতার বাড়িতেই।

পরিচালক হিসেবে তিনি উত্তরা (২০০০) এবং স্বপনের দিন (২০০৫) এর জন্য দুইবার সেরা নির্দেশনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।একাধিকবার জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালকের জীবনাবশানে শোকের ছায়া টলিপাড়ায়। ২০০৮ সালের ২৭ মে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুদ্ধদেব দাশগুপ্তকে জীবনকালের কৃতিত্বের সম্মাননা প্রদান করা হয়।

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?