৩৩-এ পা মিমির, ভক্ত থেকে বন্ধুদের শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়

Published : Feb 11, 2022, 06:12 PM ISTUpdated : Feb 11, 2022, 06:15 PM IST
৩৩-এ পা মিমির, ভক্ত থেকে বন্ধুদের শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

৩৩-এ পা দিলেন টলি নায়িকা মিমি চক্রবর্তী। অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির বন্ধুরা সকলেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ছেন মিমিকে। 

১১ ফেব্রুয়ারি ৩৩ -এ পা দিলেন টলি ক্যুইন মিমি চক্রবর্তী (Mimi Chakrabarty)। সোশ্যাল সাইটে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মিমি (mimi Chakrabarty)। শেয়ার করছেন একের পর এক অনুগামীদের শুভেচ্ছা বার্তা। সকলকেই ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে বেশ কয়েকটি ফ্যানপেজ আর প্রচুর জনপ্রিয়তার সঙ্গে তিন মিলিয়ন ফলোয়ার্স নিয়ে রমরমিয়ে চলছে মিমির ইনস্টাগ্রাম হ্যান্ডেল। বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার ছিল না মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। নিজের চেষ্টাতেই পায়ের তলার জমি পোক্ত করেছেন টলি নায়িকা। আজ মিমির জন্মদিন (Mimi Chakrabarty Birthday)। আর এই বিশেষ দিনে মিমি ভক্তরা জানতে চান যে অভিনয় ছাড়া তাঁর আর কী ভাললাগার জিনিস রয়েছে। অভিনয় ছাড়া যদি আরও কিছু ভাল লেগে থাকে তাহলে সেটা হল গান। ইতিমধ্যেই মিমির গলায় গাওয়া গানের অ্যালবামও বেশ জনপ্রিয় হয়েছে বাংলা ছবি সহ মিমি ভক্তদের কাছে। জন্মদিনের দিন কিন্তু একটা কথা স্বীকার করতেই হয়, তাঁকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিতর্ক দানা বেঁধেছে, ব্যাক্তগত জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত এসেছে। তবুও দমে যান নি নায়িকা। ফোকাস সরান নি অভিনয় জগত থেকে। 

শুধু অনুরগীরাই নয়, মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ছেন ইন্ডাস্ট্রির বন্ধুরাও। অভিনেত্রীর জন্মদিনে  নিজের ইনস্টাগ্রামে মিমির একটি ছবি পোস্ট করে মিমিকে শুভেচ্ছা জানান অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্য়ায় (Anindya Chatterjee)। অনিন্দ্য-এর পোস্টে দেখা যাচ্ছে  কেক হাতে 'বার্থডে গার্লকে পোজ দিতে। আসলে মিমির ৩৩ বছরের জন্মদিন সেলিব্রেশনের ছবিই সোশ্যাল সাইটে পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ছেন অভিনেতা। ক্যাপশানে লিখেছেন, কিছু বন্ধু আছে যাঁরা সোনার থেকেই বেশি দামী হন এবং এই মানুষটা নিশ্চিত রূপে তাঁদের মধ্যে অন্যতম। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। 

আরও পড়ুন-ক্রিসমাসের রাতে মধ্য কলকাতার সিক্রেট সান্তা হলেন মিমি চক্রবর্তী,জনৈক ব্য়ক্তির মুঠোফোনে বন্দী সেই মুহুর্ত

আরও পড়ুন-Dharmajuddho Trailer Release: হিন্দু মুসলিম বিভেদের অর্থ জনশূণ্য ভবিষ্যত, নতুন বছরেই মুক্তি ধর্মযুদ্ধ

আরও পড়ুন-শুভেচ্ছা জানিয়েও ট্রোলড মিমি, কেন নেটিজেনরা এক হাত নিলেন তাঁকে

অনিন্দ্য ছাড়াও বাংলা সিনে ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা মিমির ৩৩ তম জন্মদিনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও (Gaurab Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় এমনিতে বেশ সক্রিয় মিমি চক্রবর্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিয়ে নতুন সিরিজ শুরু করেছিলেন তিনি। 'মিমি'জ সিক্রেট' (Mimi's Secret)। সেখানেই নিজের বিষয়ে ছোট্ট ছোট্ট জিনিস ভাগ করে নিতেন নায়িকা।

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?